ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করিমগঞ্জে অজ্ঞাত রোগে ১৩ স্কুলছাত্রী হাসপাতালে

প্রকাশিত: ০০:৫৯, ২৩ মার্চ ২০১৭

করিমগঞ্জে অজ্ঞাত রোগে ১৩ স্কুলছাত্রী হাসপাতালে

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ জেলার করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের বালিয়া উচ্চ বিদ্যালয়ের অন্তত ১৩ স্কুলছাত্রী অজ্ঞাত রোগে অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালে তাদেরকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে বুধবারও একই ক্লাসের ৭ জন অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। বালিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল হাই জানান, বেলা সাড়ে ১১টার দিকে ক্লাস চলাকালীন বিদ্যালয়ের সপ্তম শ্রেণির বি-শাখার এক ছাত্রী মাথা ঘুরে নিচে পড়ে যায়। পরে কিছুক্ষণের মধ্যেই ওই ক্লাসের অন্তত আরো ১২ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তারা প্রথমে বমি করতে থাকে। পরে শুরু হয় প্রচন্ড খিচুনি। অসুস্থ ছাত্রীদের দ্রুত উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ খায়রুল আলম জানান, এটি এক ধরনের মানসিক রোগ। ছাত্রীরা বর্তমানে আশঙ্কাকামুক্ত।
×