ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভোলার খাল দখল মুক্ত করতে অভিযান

প্রকাশিত: ০০:৪১, ২৩ মার্চ ২০১৭

ভোলার খাল দখল মুক্ত করতে অভিযান

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হাইকোর্টের নির্দেশনার দেড় বছর পর অবশেষে ভোলা শহরের প্রাণ ভোলার খাল দখল মুক্তের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ভোলা জেলা প্রশাসক মোঃসেলিম উদ্দিনের নেতৃত্বে ভোলা সদর ভূম সহকারি কমিশনার মোঃ রুহুল আমিনসহ প্রশাসনের কর্মকর্তা ও ভোলা পৌরসভার প্রকৌশলী জসিমউদ্দিন আরজুর উপস্থিতিতে খালের দুই পাশের অবৈধ দোকান পাট উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ মোতায়ন করা হয়। স্থানীয়রা জানান, প্রথম দিনেই বাংলা স্কুলের পিছন থেকে চক বাজার ব্রিজ এলাকায় ভোলা খালের পাশে অবৈধ দোকান, পৌর মার্কেট, পাকা ভবনের একাংশ ভেঙে দেওয়া হয়। হাই-কোর্টের নির্দেশনা অনুসারে ভোলা খালকে দখল-দূষন মুক্ত করে পূর্বের রূপে ফিরিয়ে দিতে জেলা প্রশাসন, পৌরসভা, ও ভূমি অফিসের যৌথ উদ্যোগে শহরের মোল্লা ব্রিজ থেকে যুগীর ঘোল ব্রিজ পর্যন্ত খালের ভিতরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছেন তারা। তবে এগুলো সরাতে কিছুদিন সময় লাগবে বলেও জানান জেলা প্রশাসক। ভোলা পৌরসভার নির্বাহী প্রকোশলী মোঃ জসিম উদ্দিন আরজু জানান, পৌরসভার নির্মিত ১০২টি দোকান তাদের নিজ দায়িত্বে ভেঙ্গে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। ভোলা খালের নাব্যতা ফিরিয়ে দিতে ইতোমধ্যে পৌরসভা ২৫ কোটি টাকা বরাদ্ধ দিয়েছে। এর মাধ্যমে খাল খননসহ খালের দুই পারে ওযার্কওয়ে নির্মান করা হবে। যাতে ভবিষ্যতে কেউ দখল করতে না পারে।
×