ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বৈশাখী উৎসব বর্জনের ঘোষণা দিয়েছে বাকবিশিস

প্রকাশিত: ০০:২৫, ২৩ মার্চ ২০১৭

বৈশাখী উৎসব বর্জনের ঘোষণা দিয়েছে বাকবিশিস

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ এমপিওভুক্ত বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। সরকার আগামী ৩০ মার্চের মধ্যে বৈশাখী ভাতা প্রদানের সিদ্ধান্ত না নিলে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিকভাবে বৈশাখী উৎসব পালন না করে কালো ব্যাজ ধারণ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রংপুর জেলা ও মহানগর কমিটি আয়োজিত বিক্ষোভ- সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এ কর্মসূচীর সাথে সংহতি প্রকাশ করেছে। সমাবেশ থেকে এমপিওভুক্ত বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, বার্ষিক প্রবৃদ্ধি প্রদান, পদোন্নতির ক্ষেত্রে কুখ্যাত অনুপাত প্রথা বাতিলকরণ এবং নন এমপিও শিক্ষকদের এমপিওভুক্তকরণের দাবিও জানোনো হয়। মহানগরের পাবলিক লাইব্রেরী মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাচারী বাজার জিরো পয়েন্টে তারা সমাবেশ করে। বাকবিশিস রংপুর মহানগর কমিটির সভাপতি নবীব হোসেন লাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, মহানগর কমিটির সাধারণ সম্পাদক, অধ্যক্ষ আব্দুর রউফ সরকার, জেলা কমিটির সহ-সভাপতি অধ্যাপক আব্দুল বাতেন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহ মোঃ রেজাউল করিম, বাশিস সভাপতি মাসুম হাসান প্রমূখ। জেলা কমিটির সাধারণ সম্পাদক রওশানুল হক সংগ্রাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
×