ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চিতলমারীতে চাষিদের ঋণ বিতরণ

প্রকাশিত: ০০:১৯, ২৩ মার্চ ২০১৭

চিতলমারীতে চাষিদের ঋণ বিতরণ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় অবশেষে বাগেরহাটের চিতলমারীতে প্রান্তিক চাষি, ক্ষুদ্রব্যবসায়ী ও ভূমিহীনদের মাধ্যে সহজশর্তে ঋণ বিতরণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটরিয়াম ভবনে বিভিন্ন ব্যাংকের উদ্যোগে এ ঋণ বিতরণ অনুষ্টানের উদ্বোধন করেন, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যাবস্থাপক আবুল বসর। এসময় অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, অগ্রনী ব্যাংকের মহাব্যাবস্থাপক খুলনা সার্কেল শেখর চন্দ্র বিশ্বাস, অগ্রনি ব্যাংক বাগেরহাটের এজিএম মানষ কুমার পাল, অগ্রনী ব্যাংকের উপব্যবস্থাপক দেওয়ান মো. সাদেক, বাগেরহাট কৃষি ব্যাংকের উপব্যাবস্থাপক নজরুল ইসলাম, খুলনা রূপালি ব্যাংকের জোনাল অফিসের উপব্যবনস্থাপক কাজী আব্দুর রহমান, প্রমুখ। এ সময় অগ্রনী ব্যাংক, রূপালি ব্যাংক,সোনালি ব্যাংক ও কৃষিব্যাংকসহ ১৩টি ব্যাংকের পক্ষ থেকে এলাকার ১শত ৬জন প্রান্তিক চাষি, ক্ষুদ্রব্যবসায়ী ও ভূমিহীনদের মাঝে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ প্রদান করা হয়। প্রসঙ্গত: ‘সুদ বানিজ্যে চিতলমারীতে কৃষকের নাভিশ্বাস’ শিরোনামে দৈনিক জনকণ্ঠসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলে প্রধান মন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এরপর বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় ব্যাংক গুলি উদ্যোগী হয়ে ঋণ প্রদানে এগিয়ে আসে।
×