ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

প্রকাশিত: ২৩:৫৭, ২৩ মার্চ ২০১৭

বিসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ফের বেতন-ভাতার দাবীতে বিক্ষোভ শুরু করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নিয়মিত ও অনিয়মিত সহস্রাধীক কর্মকর্তা-কর্মচারীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত তারা নগর ভবনের সামনে এ বিক্ষোভ করেন। আগামী সোমবারের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা না হলে তারা লাগাতার অবস্থান ধর্মঘট পালন করার ঘোষণা দিয়েছেন। বিসিসির বিক্ষুব্ধ কর্মচারীরা জানান, গত বছরের জুলাই মাস থেকে অদ্যবর্ধি নিয়মিত প্রায় পাঁচশতাধিক আর অনিয়মিত বা ডেইলি বেসিকের পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারীদের বেতন বকেয়া রয়েছে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা দীপক লাল মৃধা জানান, গত ২০ মার্চের মধ্যে তাদের বকেয়া দুইমাসের বেতন ও ছয় মাসের প্রভিডেন্ট ফান্ড ব্যাংকে জমা দেওয়ার কথাছিলো। কিন্তু নির্ধারিত সময়ে তাদের বকেয়া বেতন ভাতা প্রদান করা হয়নি। এ কারনে নতুন করে তারা আন্দোলনের ডাক দিয়েছেন। বিসিসির নির্বাহী প্রকৌশলী আনিচুজ্জামান জানান, বকেয়া বেতন ভাতার দাবীতে এর আগে গত ১ ফেব্রুয়ারী থেকে চারদিনের লাগাতার কর্মবিরতী পালন করে কর্মকর্তা ও কর্মচারীরা। ওইসময় দ্রুত দাবি পূরণের আশ্বাস দিয়ে কর্মসূচী স্থগিত করে মাত্র একমাসের বেতন পরিশোধ করে ফের পূর্বের ন্যায়ে বেতন-ভাতা বন্ধ রাখা হয়। এ ব্যাপারে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ওহেদুজ্জামান বলেন, আগামী সপ্তাহের মধ্যে বেতন দেয়ার জন্য আমি সর্বাত্মভাবে চেষ্টা করবো।
×