ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে ছয় এলাকায় পানি সংকট

প্রকাশিত: ২৩:৫৫, ২৩ মার্চ ২০১৭

বরিশালে ছয় এলাকায় পানি সংকট

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বকেয়া বিদ্যুৎ বিলের জন্য নগরীর পাম্প হাউসের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় পানি সাপ্লাই দিতে ব্যর্থ হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন। ফলে এবার পানি দিবসেই পানি সংকটে ছিলেন নগরবাসী। এনিয়ে নগরবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বুধবার বিশ্ব পানি দিবসে বরিশাল মহানগরীতে যখন পুরোদমে নানা কর্মসূচী পালন হচ্ছিল, ঠিক তখনই ফুঁসে উঠতে থাকেন বাসিন্দারা। সূত্রমতে, বরিশাল সিটি কর্পোরেশনের কাছে বিদ্যুত বিতরণ বিভাগ ওজোপাডিকোর ২৭ কোটি টাকারও অধিক বিদ্যুত বিল বকেয়া রয়েছে। দফায় দফায় ওই বিল চেয়েও না পেয়ে সস্প্রতি সময়ে ওজোপাডিকোর কর্মকর্তারা বিসিসিকে নোটিশ প্রদান করেন। তারপরেও বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় নগরীর জনগুরুত্বপূর্ণ ছয়টি এলাকায় পানি সরবরাহের জন্য স্থাপিত দুইটি পাম্প হাউজের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। পানির গ্রাহকেরা জানান, নিয়ম অনুযায়ী তারা বিসিসির পানিসহ অন্যান্য বিল পরিশোধ করে আসছেন। এ ব্যাপারে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওহেদুজ্জামান জানান, বকেয়া বিদ্যুত বিলের জন্য অর্থ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। টাকা বরাদ্ধ পেলেই বিলগুলো পরিশোধ করা হবে। তবে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলীরা জানান, বকেয়া বিদ্যুত বিল পরিশোধে জরুরি ভিত্তিতে বিসিসি কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ না করলে বাকী পাম্প হাউজের বিদ্যুত সংযোগগুলোও বিচ্ছিন্ন করে দেয়া হবে।
×