ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রোজগারের জন্য টিভি শো চালিয়ে যাবো ॥ সিধু

প্রকাশিত: ১৯:২১, ২৩ মার্চ ২০১৭

রোজগারের জন্য  টিভি শো চালিয়ে যাবো ॥ সিধু

অনলাইন ডেস্ক ॥ সন্ধে ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত তিনি কী করেন, তা নিয়ে কারও মাথাব্যথা থাকা উচিত নয়। এভাবেই তাঁর টেলিভিশন শো করা নিয়ে যাবতীয় বিতর্ক ঝেড়ে ফেলার চেষ্টা করলেন নভজ্যোত সিংহ সিধু। রোজগারের জন্য ওই টিভি শো চালিয়ে যাবেন বলে ফের জানিয়ে দিয়েছেন তিনি। মন্ত্রী থাকাকালীন কেউ টেলিভিশনে অনুষ্ঠান করতে পারেন কিনা জানতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পরামর্শ চেয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। শো চালিয়ে গেলে সিধুকে সংস্কৃতি দফতর থেকে অন্যত্র সরিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সিধুর জবাব, যিনি আইনজীবী তিনি মন্ত্রী হলেও তাঁর প্র্যাকটিস চালিয়ে যান। পঞ্জাবের আর এক মন্ত্রী মনপ্রীত সিংহ বাদল বলেছেন, তিনি কৃষক, কৃষিকাজ চালিয়ে যাবেন। তাহলে তিনি টিভি শো করলে অন্যদের এত সমস্যা হচ্ছে কেন? তিনি কি অকালি-বিজেপি সরকারের আমলে উপ মুখ্যমন্ত্রী থাকা সুখবীর সিংহ বাদলের মত বাস পরিষেবা চালাবেন? নাকি দুর্নীতি করবেন? তাঁর স্পষ্ট কথা, নভজ্যোত সিংহ সিধু সব সময় সৎ পথে থাকেন, ধান্ধা করার কথা ভাবেন না। তিনি আরও বলেছেন, পঞ্জাবের মানুষ তাঁকে চার চারবার জিতিয়ে এনেছেন, তাঁর স্ত্রীকেও ভোটে জিতিয়েছেন। তাঁদের তো তাঁর টিভি শো-এ কোনও সমস্যা নেই। তাহলে কার কী বলার আছে। টেলিভিশনের কাজ ৭৫ শতাংশ কমিয়ে দিয়েছেন দাবি করে সিধু বলেছেন, যদি তিনি মাসে চারদিন রাতের বেলা শ্যুটিং করেন, তাতে তো কারও অসুবিধে হওয়ার কথা নয়। এতে কোনও স্বার্থের সংঘাত হচ্ছে না বলেও দাবি করেছেন তিনি। সিধুর স্ত্রী অবশ্য জানিয়েছেন, যদি আইনজীবীরা বলেন, একজন মন্ত্রী হিসেবে টেলিভিশন শো সিধু করতে পারবেন না, তবে তা ছেড়ে দেবেন তিনি।
×