ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতে অ্যান্টি রোমিও স্কোয়াডের টহল ॥ গ্রেফতার ৩

প্রকাশিত: ১৯:১৪, ২৩ মার্চ ২০১৭

ভারতে অ্যান্টি রোমিও স্কোয়াডের টহল ॥ গ্রেফতার ৩

অনলাইন ডেস্ক ॥ ভারতের উত্তরপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ‘কথা রাখতে’ শুরু করলেন। নির্বাচনী ইস্তেহার এবং প্রচারে বিজেপি দাবি করেছিল, ক্ষমতায় এলে মহিলাদের নিরাপত্তার বিষয়ে জোর দেওয়া হবে। সেই মতো সম্পতি রাজ্যে চালু হল অ্যান্টি রোমিও স্কোয়াড। স্কুল, কলেজ-সহ বিভিন্ন জায়গায় হঠাৎ হানা দিয়ে মহিলাদের বিরক্ত করা তরুণদের পাকরাও করবে দেশটির পুলিশের এই বিশেষ দল। কাজ শুরু করেই লখনউ থেকে তিন জনকে গ্রেফতার করেছে এই দল। এদের বিরুদ্ধে অভিযোগ, মহিলাদের বিরুদ্ধে কটুক্তি করার। দেশটির উত্তরপ্রদেশের ডিজিপি জাভেদ আহমদ বলেন, “এই স্কোয়াডের মূল উদ্দেশ্য মহিলাদের নিরাপত্তা বাড়ানো। স্কুল, কলেজ-সহ বিভিন্ন জায়গায় আমরা মহিলাদের উত্যক্ত করার বহু অভিযোগ পেয়েছি। এই বিশেষ দল সেই অভিযোগগুলো সমাধানে সাহায্য করবে। ” ইতিমধ্যেই বিভিন্ন স্কুল-কলেজে পুলিশি টহল শুরু হয়েছে বলেও জানান তিনি। নতুন দায়িত্ব পেয়েই দুষ্কৃতীদের তাণ্ডব থামাতে রাজ্য পুলিশের ডিজিপি জাভেদ আহমেদকে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদিত্যনাথ। এ বার তার সঙ্গে যুক্ত হল অ্যান্টি রোমি
×