ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আয়কর প্রদানে শীর্ষে সালমান খান

প্রকাশিত: ১৯:০৫, ২৩ মার্চ ২০১৭

আয়কর প্রদানে শীর্ষে সালমান খান

অনলাইন ডেস্ক ॥ নানা আইনি ঝামেলা কাটিয়ে এখন কিছুটা শান্তিতে আছেন বলিউডের সালমান খান। এমনিতেও তিনি পরোপকারী। আর এবার নিজেকে প্রমাণ করলেন একজন সচেতন নাগরিক হিসেবে, অগ্রিম আয়কর দিয়ে। সালমান খান ব্যস্ত রয়েছেন ‘টাইগার জিন্দা হ্যায়’ চলচ্চিত্রটির শুটিং নিয়ে। অস্ট্রিয়ার তুষারঘেরা পাহাড়ি অঞ্চলে চলছে এর চিত্রায়ণ। কিন্তু সেখানে যাওয়ার আগেই ২০১৬-১৭ অর্থবছরে সবচেয়ে বেশি অগ্রিম আয়কর প্রদান করেছেন এই বলিউড সুলতান। সবচেয়ে বেশি আয়কর রিটার্নের দৌড়ে সালমান পেছনে ফেলেছেন আমির খান, অক্ষয় কুমার ও হৃতিক রোশনের মতো বড় তারকাদের। ব্লকবাস্টার হিট ছবি ‘সুলতান’ ও রিয়েলেটি শো ‘বিগ বসে’র এবারের সিজন থেকে প্রাপ্ত আয় থেকে আয়কর প্রদানের মাধ্যমে শীর্ষস্থান দখল করেন এই অভিনেতা। খবর অনুযায়ী ২০১৬-১৭ অর্থবছরে সালমান আয়কর দিয়েছেন প্রায় ৪৪ কোটি ৫০ লাখ রুপি। ২০১৫-১৬ অর্থবছরে এ অভিনেতা আয়কর দিয়েছিলেন প্রায় ৩২ কোটি ২০ লাখ রুপি। অন্যদিকে, অক্ষয় কুমার আয়কর দিয়েছেন প্রায় ২৯ কোটি ৫০ লাখ রুপি, যা গত অর্থবছরে ছিল প্রায় ৩০ কোটি রুপি। প্রায় ২৫ কোটি ৫০ লাখ রুপি অগ্রিম আয়কর দিয়ে এ তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন বলিউডের আরেক তারকা হৃতিক রোশন। গত বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি আয়কর দিয়ে এ তালিকায় উঠে এসেছেন এই অভিনেতা। গত বছরে তাঁর আয়কর প্রদানের পরিমাণ ছিল ১৪ কোটি রুপি। এ তালিকায় আরো রয়েছে রণবীর কাপুর, আমির খান, করণ জোহর প্রমুখ। রণবীর কাপুর গত বছর আয়কর দিয়েছিলেন প্রায় ২২ কোটি ৩০ লাখ টাকা। তবে এবার অনেকটাই পিছিয়ে পড়েছেন এ তারকা। এ বছর তাঁর আয়করের পরিমাণ প্রায় ১৬ কোটি রুপি। মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খানের করের পরিমাণ প্রায় ১৪ কোটি রুপি। আর নির্মাতাদের মধ্যে সবচেয়ে বেশি আয়কর দিয়ে শীর্ষে রয়েছেন করণ জোহর। তবে ‘পানামা পেপারস লিক কেসে’র সঙ্গে জড়িত সন্দেহে অগ্রিম আয়কর প্রদানের তালিকায় রাখা হয়নি অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে।
×