ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে বিদ্যুতের টাওয়ারে পাগল!

প্রকাশিত: ১৮:৪৬, ২৩ মার্চ ২০১৭

মির্জাপুরে বিদ্যুতের টাওয়ারে পাগল!

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ মির্জাপুরে পঞ্চাশোর্ধ এক পাগল জাতীয় গ্রীডের বিদ্যুতের টাওয়ারে উঠে, পড়লে এলাকায় ব্যাপক আলোরন সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত টাঙ্গাইল কটন মিলস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে পঞ্চাশোর্ধ এক অপ্রকৃস্থ ব্যক্তি কটন মিলস সংলগ্ন বিদ্যুতের জাতীয় গ্রীডের টাওয়ারে উঠতে থাকেন। এ সময় গোড়াই পল্লী বিদ্যুত অফিসের লোকজন মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আতাউর রহমানের নেতৃত্বে সদস্যরা সেখানে গিয়ে টাওয়ারে উঠে লোকটিকে নামানো চেষ্টা করেন। কিন্ত অপ্রকৃস্থ ব্যক্তিটি তাদের চেষ্টাকে তুয়াক্কা না করে টাওয়ারের উপরের দিকে উঠতে থাকেন। স্টেশন অফিসার মো. আতাউররহমান তাকে রুটি-কলা খাওয়ানো লোভ দেখান। এ সময় অপ্রকৃস্থ ব্যাক্তি রুটি কলা নেয়ার চেষ্টা করলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে ধরে ফেলেন এবং কৌশলে নিচে নামিয়ে আনেন। মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আতাউর রহমান বলেন, অপ্রকৃস্থ ব্যক্তিটি টাওয়ারের বিপদ সীমার উপরে উঠে পড়েছিল। রুটি কলার লোভ দেখিয়ে কৌশলে তাকে নিরাপদে নিচে নামানো হয়েছে।
×