ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রায় পড়ে শোনানো হয়েছে

মুফতি হান্নান প্রাণ ভিক্ষা চাইবেন রাষ্ট্রপতির কাছে

প্রকাশিত: ০৫:৩৩, ২৩ মার্চ ২০১৭

মুফতি হান্নান প্রাণ ভিক্ষা চাইবেন রাষ্ট্রপতির কাছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর ও সিলেট ॥ হরকাতুল জিহাদের শীর্ষনেতা মুফতি আব্দুল হান্নান রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করার বিষয়ে মত প্রকাশ করেছেন। আদালতে তার মৃত্যুদ-ের রায়ের রিভিউ আবেদন খারিজ হওয়ার পর বুধবার কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রিভিউ আবেদন খারিজের রায় মুফতি হান্নানকে পড়ে শোনানো হয়। কারাগারের সিনিয়র জেল সুপার মোঃ মিজানুর রহমান জানান, রিভিউ আবেদন খারিজের রায় শোনানো হলে মুফতি হান্নান ও তার সহযোগী শাহেদুল আলম ওরফে বিপুল রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার ব্যাপারে মত প্রকাশ করেন। এর আগে মঙ্গলবার রাত বারোটার পর রায়ের কপি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছে। পরে বুধবার সকাল ১০টার দিকে মুফতি হান্নান ও শাহেদুল আলম ওরফে বিপুলকে রিভিউ আবেদন খারিজের রায় পড়ে শুনানো হয়। রায় কার্যকরের ব্যাপারে জেল সুপার বলেন, সকল প্রকার আইনী প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ পেলেই কেবল রায় কার্যকরের ব্যবস্থা নেবে কারা কর্তৃপক্ষ। রায় কার্যকরের জন্য কারা কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে। ২০০৪ সালের ২১ মে সিলেটের হযরত শাহজালালের (র.) মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। এতে পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত এবং আনোয়ার চৌধুরীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ মামলার রায়ে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত ৫ আসামির মধ্যে মুফতি হান্নান, বিপুল ও রিপনকে মৃত্যুদ- এবং মহিবুল্লাহ ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদ- দেন। মৃত্যুদ-প্রাপ্ত মুফতি হান্নান ও শরীফ শাহেদুল বিপুলকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং দেলোয়ার হোসেন রিপনকে সিলেট কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। আপীলের শুনানি শেষে গত বছরের ৭ ডিসেম্বর আসামিদের আপীল খারিজ হয়ে যায়। গত ১৭ জানুয়ারি এ রায় প্রকাশের পর আসামিরা রিভিউ করেন। ১৯ মার্চ দেয়া রিভিউ খারিজের রায় মঙ্গলবার প্রকাশিত হয় এবং বুধবার তা তাদের পড়ে শোনানো হয়। কারা কর্তৃপক্ষ এখন সরকারী নির্দেশনার অপেক্ষায়। রিপন পরিবারের সঙ্গে দেখা করতে চায় ॥ সিলেট অফিস জানায়, আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত ৩ আসামির অন্যতম জঙ্গী দেলোয়ার হোসেন রিপনকে সিলেট কেন্দ্রীয় কারাগারে রিভিউ খারিজের চূড়ান্ত রায় পড়ে শোনানো হয়েছে। বুধবার দুপুরে রিপনকে এ রায় পড়ে শোনানো হয় বলে জানিয়েছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার সগীর আলী। একমাত্র রাষ্ট্রপতির কাছে এখন তার প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ রয়েছে। জেলার জানান, প্রাণভিক্ষা চাইবেন কিনা তা জানানোর আগে নিজের আইনজীবী ও পরিবারের সঙ্গে দেখা করতে চেয়েছে দেলোয়ার হোসেন রিপন। তবে বুধবার দেখা করানোর জন্য শিডিউল না থাকায় আজ বৃহস্পতিবার দেখা করানো হতে পারে। দেলোয়ার হোসেন রিপন বর্তমানে সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দী। মামলার অপর দুই আসামি জঙ্গী নেতা মুফতি হান্নান ও জঙ্গী শরীফ শাহেদুল বিপুল বন্দী আছে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে।
×