ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় ছুরিকাঘাতে আহত ভারতীয় যাজক

প্রকাশিত: ১৯:১৫, ২২ মার্চ ২০১৭

অস্ট্রেলিয়ায় ছুরিকাঘাতে আহত ভারতীয় যাজক

অনলাইন ডেস্ক ॥ এবার অস্ট্রেলিয়ায় জাতিবিদ্বেষের শিকার হলেন এক ভারতীয়। অস্ট্রেলিয়ার মেলবোর্নে ছুরি দিয়ে হামলা চালানো হল এক ভারতীয় যাজকের ওপরে। আহত ভারতীয় যাজকের নাম রেভ টমি কালাথুর ম্যাথু। প্রতক্ষ্যদর্শীরা জানান, মেলবোর্নের একটি চার্চে প্রার্থনা চালানোর সময়, ওই খ্রীষ্টান যাজককে ছুরি দিয়ে আঘাত করা হয়। হামলাকারী ৭২ বছর বয়সী এক বৃদ্ধ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হামলাকারী ভেবেছিল, যেহেতু সে খ্রীষ্টান যাজক ভারতীয় , তাই সে হয় হিন্দু নয়তো মুসলিম ধর্মাবলম্বী। সেই কারণে ওই যাজক খ্রীষ্টানদের প্রার্থনা করতে পারবেন না বলে মনে করেছিল ওই আততায়ী। সেই কারণেই এই হামলা। এদিকে আহত ধর্মযাজক ফাদারের চিকিৎসাধীন আছেন স্থানীয় এক হাসাপাতালে। জানা গেছে, তিনি আগের থেকে অনেকটাই সুস্থ। প্রাণসংকট নেই।
×