ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রামায়ন মিউজিয়ামের জন্য ২০ একর জমি দান !

প্রকাশিত: ১৯:১২, ২২ মার্চ ২০১৭

রামায়ন মিউজিয়ামের জন্য ২০ একর জমি দান !

অনলাইন ডেস্ক॥ অযোধ্যায় তৈরি হবে রামায়ণ মিউজিয়াম। মোদি সরকারের এই প্রস্তাব গ্রহণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার সেই মিউজিয়ামের জন্য ২০ একর জমি দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। এর ফলে তিনি রাম মন্দির তৈরির দিকে একধাপ এগয়ে গেলেন বলেই মনে করা হচ্ছে। অখিলেশ যাদবের আমলেই এই প্রস্তাব দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছে। এই মিউজিয়াম তৈরির জন্য খরচ হবে ১৫৪ কোটি টাকা। গত সোমবারই রাম মন্দির ইস্যু আদালতের বাইরে মিটিয়ে ফেলার প্রস্তাব দেয় সুপ্রিম কোর্ট। এ কারণে সোমবার দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন যোগী। এদিন সুপ্রিম কোর্টে রাম মন্দির ইস্যুতে সুব্রহ্মণ্য স্বামীর আবেদনের শুনানি ছিল। সেই শুনানিতেই সুপ্রিম কোর্ট এই নির্দেশ দেয়। আগামী ৩১ মার্চের মধ্যে এ বিষয়ে আলোচনা করে আদালতে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে স্বামীকে। আরও বলা হয়েছে, যে নতুন করে এই মামলা নিয়ে ভাবনা-চিন্তা করতে সব দলেরই একজন করে মধ্যস্থতাকারী খুঁজে বের করা উচিৎ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, দল যদি মনে করে তাহলে তাহলে তিনি মধ্যস্থতা করতে পারেন।
×