ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওদের দু’জনকে নিয়ে আমার গর্ব হচ্ছে : স্মিথ

প্রকাশিত: ২০:৩২, ২১ মার্চ ২০১৭

ওদের দু’জনকে নিয়ে আমার গর্ব হচ্ছে : স্মিথ

অনলাইন ডেস্ক ॥ রাঁচী টেস্ট বাঁচিয়ে উঠে অস্ট্রেলিয়া মনে করছে, মনস্তাত্তিক যুদ্ধে তারাই এগিয়ে থাকবে। সোমবার সাংবাদিক বৈঠকে এসে অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ স্মিথ বলে যান, ‘‘যদি ক্রিকেটে ছন্দ বলে কিছু থাকে, তা হলে সেটা আমাদের সঙ্গেই থাকবে। ভারত নিশ্চয়ই আশা করে এসেছিল আমাদের অল আউট করে দিতে পারবে। সেটা করতে না পারাটা নিশ্চয়ই ওদের একটু হলেও ধাক্কা দেবে।’’ লাঞ্চের মধ্যে চার উইকেট পড়ে যাওয়ার পরে অস্ট্রেলিয়ার ভরাডুবি বাঁচান পিটার হ্যান্ডসকম্ব এবং শন মার্শ। যা নিয়ে স্মিথ বলছেন, ‘‘ওদের দু’জনকে নিয়ে আমার গর্ব হচ্ছে। ভারতীয় বোলিংকে সামলানোর জন্য ওরা খুব দারুণ পরিকল্পনা নিয়েছিল। ডিফেন্সের ওপর ওদের পুরো ভরসা ছিল। ঠিক সময় ওদের জুটি বাঁচিয়ে দিয়ে গেল।’’ শনিবার থেকে ধর্মশালায় শুরু হচ্ছে সিরিজের চূড়ান্ত লড়াই। তার আগে ডেভিড ওয়ার্নার ছাড়া বাকি ব্যাটসম্যানরা সবাই রানের মধ্যে থাকায় অনেকটাই নিশ্চিন্ত স্মিথ। বলছিলেন, ‘‘আমাদের কাছে এটা সবচেয়ে ভাল খবর যে সবাই কিছু না কিছু করছে। সবাই ভাল ফর্মে আছে। তিনটে টেস্টে আমরা ভাল খেলেছি। তবে আমরা প্রথম ইনিংসে ১০০ রান কম করেছি।’’ সুত্র : আনন্দবাজার পত্রিকা
×