ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইমার্জিং কাপে নাসির-মুমিনুল

প্রকাশিত: ১৮:২৭, ২১ মার্চ ২০১৭

ইমার্জিং কাপে নাসির-মুমিনুল

অনলাইন ডেস্ক ॥ ইমার্জিং টিম এশিয়া কাপ আগামী ২৭ মার্চ থেকে মাঠে গড়াচ্ছে। ঘরের মাঠে আলোচিত এ আসরে শিরোপা জিততে মরিয়া বাংলাদেশ। সেই লক্ষ্যে শক্তিশালী দল ঘোষণা করেছে বিসিবি। বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন জাতীয় দলে খেলা চার সিনিয়র ক্রিকেটার নাসির হোসেন, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন ও আবুল হাসান রাজু। এদিকে ইমার্জিং কাপের প্রথম দিনই মাঠে নামছে অংশগ্রহণ করা আটটি দল। ৩ এপ্রিল ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল ৯টায়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। এশিয়ার টেস্ট খেলুড়ে চার দল বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা ছাড়াও আফগানিস্তান, হংকং, নেপাল ও মালয়েশিয়া টুর্নারমেন্টে অংশ নিচ্ছে। প্রথমে সংযুক্ত আরব আমিরাতের এ টুর্নামেন্টে খেলার কথা থাকলেও, ব্যস্ত সূচির কারণে নাম প্রত্যাহার করে নেয় তারা।
×