ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রামগড়ে বজ্রপাতে মহিলা ও গবাদি পশুর মৃত্যু

প্রকাশিত: ০২:২৩, ২০ মার্চ ২০১৭

রামগড়ে বজ্রপাতে মহিলা ও গবাদি পশুর মৃত্যু

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ি জেলার রামগড়ে বজ্রপাতে এক বয়োস্ক মহিলা ও একটি বড় গবাদি পশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে রামগড় উপজেলার ১ নং রামগড় ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আবদুর রহমান (বদি)’র স্ত্রী রোকেয়া বেগম (৬৫) বৃষ্টি এলে বাড়ির পাশের খড়ের গাদায় (চিনের সাথে) বাধা গরু আনতে গেলে সে সময় বজ্রপাতে মারাত্বকভাবে আহত এবং গবাদি পশুটির মৃত্যু হয়। আহত অবস্থায় মহিলাকে স্বজনরা হাসপাতালে নেয়ার পথে তিনিও মৃত্যু বরণ করেন। রামগড় ইউনিয়রে ৯নং ওয়ার্ড সদস্য নবরায় ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ঘটনাটি চারদিকে জানাজানি হলে মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে এবং নিহতের বাড়িতে মানুষের ভীড় জমে যায়।
×