ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মামলা না নেওয়ায় বাঁশখালী থানার ওসিকে হাইকোর্টে তলব

প্রকাশিত: ০০:৪৩, ২০ মার্চ ২০১৭

মামলা না নেওয়ায় বাঁশখালী থানার ওসিকে হাইকোর্টে তলব

স্টাফ রিপোর্টার ॥ বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত মোহাম্মদ আলীর স্ত্রী রুমি আক্তারের অভিযোগ এজাহার (মামলা) হিসেবে না নেওয়ায় চট্টগ্রামের বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করেছেন হাইকোর্ট। আগামী ৫ এপ্রিল হাজির হয়ে তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এ বিষয়ে করা রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ ওসিকে তলব করেন। রুলে নিহত ব্যক্তির স্ত্রীর অভিযোগ এজাহার হিসেবে কেনো গণ্য করা হবে না- তা জানতে চেয়েছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার (এসপি) এবং বাঁশখালী থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনটি দায়ের করেন নিহত মোহাম্মদ আলীর স্ত্রী রুমি আক্তার। রিটে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন যুক্ত করা হয়।
×