ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২০৫০ সালের মধ্যে ৭০ শতাংশ কার্বন কমতে পারে

প্রকাশিত: ০০:৩৫, ২০ মার্চ ২০১৭

২০৫০ সালের মধ্যে ৭০ শতাংশ কার্বন কমতে পারে

বিশেষ প্রতিনিধি॥ বৈশ্বিক জ্বালানি শক্তি উৎপাদনে নির্গত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আগামী ২০৫০ সালের মধ্যে ৭০ শতাংশ কমতে পারে বলে জানিয়েছে একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থা। ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি নামের ওই সংস্থা আরও বলছে, ২০৬০ সালে এটা পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসবে। সংস্থার বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, এটা করতে আগামী ৩৩ বছরে নবায়নযোগ্য জ্বালানি শক্তির উৎপাদন বাড়িয়ে ৬৫ শতাংশে আনতে হবে। ২০১৫ সালের হিসাব অনুযায়ী যা বর্তমানে ১৫ শতাংশে আছে। সোমবার জ্বালানি গবেষণা প্রতিষ্ঠানটি এ প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে আরও বলা হয়, নবায়নযোগ্য জ্বালানি বাড়াতে এ খাতে আলোচ্য সময়ের মধ্যে আরও ২৯ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ ঢালতে হবে। যা বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধির ০.৪ শতাংশ। এই বিনিয়োগ প্রবৃদ্ধি বাড়াতেও অবদান রাখবে। এর ফলে ২০৫০ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি বাড়বে ০.৮ শতাংশ। ২০১৫ সালে বিশ্বে ৩২ গিগাটন (১ গিগাটন=১০০০ কেজি) কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে নিঃসরিত হয়েছে। বিশ্ব উষ্ণায়ন থেকে রক্ষা পেতে ২০৫০ সালের মধ্যে এটা ৯.৫ গিগাটনের মধ্যে আনা দরকার।
×