ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের ‘জয়’ বিদেশি গণমাধ্যমেও

প্রকাশিত: ২২:১০, ২০ মার্চ ২০১৭

বাংলাদেশের ‘জয়’ বিদেশি গণমাধ্যমেও

অনলাইন ডেস্ক ॥ শততম ঐতিহাসিক টেস্টে জয় পাওয়ার পর বাংলাদেশের এমন কৃতিত্ব সংবাদটিকে বেশ গুরুত্ব দিয়েছে বিদেশি গনমাধ্যমও। বিবিসি তাদের অনলাইন সংস্করণে খবরটি প্রকাশ করেছে ‘টেস্ট জিতেছে টাইগাররা’ শিরোনাম দিয়ে। এতে বাংলাদেশের জয়ের সংবাদ জানিয়ে লেখা হয়, ‘এই জয় ক্রিকেটের লম্বা দৈর্ঘ্যের ফরম্যাটে বাংলাদেশের উন্নতির ধারাবাহিকতায় এসেছে। এর আগে তারা অক্টোবরে ইংল্যান্ডকেও হারায়।’ দেশটির ডেইলি মেইল ‘শততম টেস্টে লংকার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়‘ শিরোনামে সংবাদ দিয়েছে। ভেতরে লেখা, ‘গত বছর নিজেদের মাটিতে যে শ্রীলংকা অস্ট্রেলিয়াকে ৩-০-তে হোয়াইটওয়াশ করেছে, তাদের কাছে গল টেস্টে ২৫৯ রানে হারার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।’ বাংলাদেশ দলের জয়কে প্রশংসা উল্লেখ করে সংবাদ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার অনলাইন সাইটে প্রকাশিত সংবাদের শিরোনাম, ‘বাঘের গর্জনে লংকার বিপক্ষে ঐতিহাসিক জয়।’ দক্ষিণ আফ্রিকার ক্রীড়া সাইট সুপারস্পোর্টস তাদের সংবাদ প্রকাশ করেছে ‘জয় দিয়ে শতক টেস্ট রাঙালো বাংলাদেশ’ শিরোনামে। প্রতিবেশী দেশ ভারতের সংবাদমাধ্যমও তাৎক্ষণিকভাবে বাংলাদেশের জয়ের খবর দিয়েছে। সর্বাধিক পঠিত ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া তাদের অনলাইনে লিখেছে- ‘নিজেদের শততম টেস্টে শ্রীলংকার বিপক্ষে ৪ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। যা তাদের সিরিজে সমতা এনে দিয়েছে।’ পশ্চিবঙ্গের আনন্দবাজার পত্রিকা তাদের অনলাইনে শিরোনাম করেছে, ‘গলের প্রতিশোধ কলম্বোয়, শততম টেস্ট ঐতিহাসিক করে রাখলো বাংলাদেশ।’
×