ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আজব হলেও গুজব নয় ॥ পাখিদের জন্য বিমানবন্দর!

প্রকাশিত: ০৬:৫৪, ১৭ মার্চ ২০১৭

আজব হলেও গুজব নয় ॥ পাখিদের জন্য বিমানবন্দর!

পরিযায়ী পাখিরা যেন দীর্ঘপথ পাড়ি দেয়ার ফাঁকে বিশ্রাম নিতে পারে সেজন্য একটি ‘বিমানবন্দর’ তথা অভয়ারণ্য তৈরি করছে চীন। সম্প্রতি এই অভয়ারণ্যের নকশা প্রকাশ করা হয়েছে। চীনের বন্দরনগরী তিয়ানজিনে পরিযায়ী পাখিদের জন্য তৈরি করা হচ্ছে এই অভয়ারণ্য। অঞ্চলটি ‘ইস্ট এশিয়ান-অস্ট্রেলেশিয়ান ফ্লাইওয়ে’র মধ্যে অবস্থিত। পরিযায়ী পাখিরা বিশ্বের যে নয়টি ফ্লাইওয়ে ব্যবহার করে, এটি তার একটি। প্রতিবছর ৫০ মিলিয়ন পরিযায়ী পাখি এই ফ্লাইওয়ে দিয়ে যায়। বলা হচ্ছে, এটি হবে পাখিদের জন্য তৈরি বিশ্বের প্রথম বিমানবন্দর। একটুখানি কল্পনার আশ্রয় নিয়ে উপরের নকশাটি দেখলে বুঝতে পারবেন, পাখিদের জন্য টেক অফ আর ল্যান্ডিংয়ের ব্যবস্থা রাখা হচ্ছে সেখানে। প্রায় ৫০ প্রজাতির (যাদের কয়েকটি বিলুপ্তির মুখে) পরিযায়ী জলচর পাখি সেখানে আশ্রয় নেবে বলে আশা করা হচ্ছে। অভয়ারণ্যটি ৬১ হেক্টর জায়গার উপর গড়ে তোলা হবে। সেখানে পাখিদের আশ্রয় নেয়ার জন্য বেশ কিছু ব্যবস্থা রাখা হবে। পাখিগুলো প্রধানত জলচর হওয়ায় সেখানে থাকবে লেক, থাকবে ঘাসের মতো ছোট উদ্ভিদের সমারোহ ইত্যাদি। এছাড়া প্রায় ২০ হেক্টর এলাকাজুড়ে থাকবে বন। যেহেতু বিমানবন্দর তাই টার্মিনাল তো থাকবেই। কিন্তু সেখানে থাকবে না কোন চেক-ইন কাউন্টার বা ডিউটি-ফ্রি শপ। এর পরিবর্তে ‘লিনগাঙ বার্ড স্যাংচুয়ারি’র টার্মিনাল থেকে পর্যটকরা পাখি দেখতে পারবেন। ‘ওয়াটার প্যাভিলিয়ন’ নামে একটি গবেষণা কেন্দ্র থাকবে ওই অভয়ারণ্যে। এর মাধ্যমে পাখি বিষয়ক গবেষণায় নিজের নাম প্রতিষ্ঠা করতে চায় চীন। এছাড়া সেখানে হাঁটা ও সাইকেল চালানোর পথও তৈরি করা হবে। পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে ২০১৮ সালে অভয়ারণ্য প্রতিষ্ঠার কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
×