ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বেসরকারী খাতে আরও একটি অর্থনৈতিক অঞ্চল লাইসেন্স পেল

প্রকাশিত: ০২:৫০, ১৬ মার্চ ২০১৭

বেসরকারী খাতে আরও একটি অর্থনৈতিক অঞ্চল লাইসেন্স পেল

অর্থনৈতিক রিপোর্টার ॥ বেসরকারী খাতে আরও একটি অর্থনৈতিক অঞ্চলকে লাইসেন্স প্রদান করেছে বেজা। প্রি-কোয়ালিফিকেশনের শর্ত পূরণ করায় আমান অর্থনৈতিক অঞ্চলকে লাইসেন্স প্রদান করা হয়। বৃহস্পতিবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা আনুষ্ঠানিকভাবে এই লাইসেন্স প্রদান করেছে বলে সংস্থাটির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। বেজার পক্ষ থেকে বলা হয়েছে, দেশের অর্থনৈতিক উন্নয়ন ত¦রান্বিত করা, আগামী ১৫ বছরের মধ্যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং ১ কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি করতে বেজা উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারবাহিকতায় বেসরকারীখাতের উদ্যোক্তাদের লাইসেন্স প্রদান করা হচ্ছে। শুধু তাই নয়, রূপকল্প-২০২১ সালের মধ্যে ৪০ বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয় এবং ২০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রত্যাশা নিয়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রম প্রধানমন্ত্রীর নির্দেশে বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে বেজা স্বনামধন্য প্রতিষ্ঠানকে ১৩টি প্রাইভেট অর্থনৈতিক অঞ্চল করার প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স প্রদান করেছে এবং ২ টি বেসরকারী অর্থনৈতিক অঞ্চলকে লাইসেন্স প্রদান করে। এরই ধারাবাহিকতায় আমান অর্থনৈতিক অঞ্চলকে প্রি-কোয়ালিফিকেশনের শর্ত সমূহ পূরণ হওয়ায় লাইসেন্স প্রদান করা হয়। আমান ইকোনমিক জোন লিমিটেড বাংলাদেশের আমান গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। যা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা নদীর তীর তথা হারিয়া, সোনামোহি, বোদ্ধের বাজার মৌজার, সোনারগও উপজেলার নারায়ণগঞ্জে ৮৩ একর জমির উপর অবস্থিত। আমান ইকোনমিক জোন দেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়ন তথা শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, দেশী-বিদেশী বিনিয়োগ বৃদ্ধি ও জিডিপি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার উদ্দেশ্যে গত বছরের ১৫ ফেব্রুয়ারি প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স প্রাপ্ত হয়। ইতোমধ্যে আমান ইকোনমিক জোন এর উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ সম্পাদন হয়ে আসছে, বাউন্ডারীওয়াল নির্মাণ ও মাটি ভরাটের কাজও সম্পন্ন হয়েছে। এই জোনে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেয়া হয়েছে এবং এ বছরের মাঝামাঝি প্রায় ৩০৭ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত আমান সিমেন্ট, আমান প্যাকেজিং লিমিটেড ও আমান শিপ বিল্ডিং এর পরীক্ষমূলক উৎপাদন কার্যক্রম শুরু করা যাবে বলে আশা করছে বেজা। এই ইকোনমিক জোনে বিদ্যুং সংযোগ রয়েছে, তিতাস থেকে সরবরাহকৃত গ্যাস সংযোগসহ অর্থনৈতিক অঞ্চলের সমস্ত সর্বাধুনিক আনুষঙ্গিক ব্যবস্থা করা হচ্ছে যা ইকোনমিক জোন থেকে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সরবরাহ করা হবে। এর পাশাপাশি প্রয়োজনীয় পানি শোধনাগার প্ল্যান্ট, নোংরা পানি অপসারন, তরল বর্জ্য পরিশোধনাগার প্ল্যান্ট, কঠিন বর্জ্য অপসারন, অগ্নীনির্বাপন ব্যবস্থাপনাসহ সকল পরিবেশ বান্ধব ব্যবস্থা থাকবে। প্রস্তাবিত শিল্পখাত সমূহের মধ্যে ফুড ও বেভারেজ, শিপ বিল্ডিং, সিমেন্ট , এলপিজি ইত্যাদি রয়েছে। ১ম বছর থেকে দক্ষ-অদক্ষ, নারী-পুরুষ মিলিয়ে মোট ৩ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে যা ৫ বছরের মধ্যে ২০ হাজারের অধিক হবে বলে আশা করা যায়। লাইসেন্স প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী। তিনি বলেন, প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্সের সমস্ত সর্ত পূরণ করে দ্রুত প্রাইভেট অর্থনৈতিক অঞ্চলের লাইসেন্স পেল। বেজা’র ১০০ টি অর্থনৈতিক অঞ্চল স্থাপন ও ১ কোটি লোকের কর্মসংস্থানের আরও একটি মাইলফলক স্পর্শ করলো। দ্রুত আমান ইকোনমিক জোন লিমিটেড উৎপাদনে যেতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া ওই সময় বেজার নির্বাহী সদস্য ড. এম এমদাদুল হক, মো. হারুনুর রশিদ, হরিপ্রসাদ পাল ও বেজা নির্বাহী বোর্ডের সচিব মোহাম্মদ আইয়ুব সহ আমান গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম, পরিচালক মো. তরিকুল ইসলাম, পরামর্শক মেজর জেনারেল শেখ আমান সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
×