ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোন

প্রকাশিত: ১৯:৫৩, ৮ মার্চ ২০১৭

১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোন

অনলাইন ডেস্ক॥ গত বছরের ডিসেম্বর মাসে বাজারে আসে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ভিভোর নতুন ফ্লাগশিপ ফোন। ফোনটির মডেল ভিভো এক্সপ্লে ৬। এতে সুপার অ্যামোলিড ডিসপ্লে রয়েছে। এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ভিভো এক্সেপ্লে ফোনটিতে আছে ৫.৪৬ ইঞ্চির কোয়াড এইচডি রেজুলেশন এবং সুপার অ্যামোলিড ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৪৪০ বাই ২৫৬০ পিক্সেল। ডিসপ্লের পিক্সেলের ঘনত্ব ৫৩৮ পিপিআই। ফোনটিতে আছে কোয়াডকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ চিপসেট। এতে ৬ জিবি র্যাপম আছে। বিল্টইন মেমোরি ১২৮ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ নেই। ফোনটির রিয়ারে আছে দুইটি ক্যামেরা। একটি ক্যামেরা ১২ মেগাপিক্সেলের। অন্যটি ৫ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের। রিয়ার ক্যামেরায় এলইডি ফ্লাশ আছে। এতে সনির আইএমএক্স৩৬২ সেন্সর ব্যবহৃত হয়েছে। এতে আছে ৪ এক্সিস ওআইএস এবং এফ/১.৭ অ্যাপারচার। ফোনটির ব্যাটারি ৪০৮০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। এতে ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে। নেটওয়ার্ক কানেকটিভিটি হিসেবে ফোনটিতে আছে ওয়াইফাই, ব্লুটুথ, হটস্পট, জিপিএস, এনএফসি এবং ইউএসবি ২.০। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এক্সিলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি এবং কম্পাস রয়েছে। ফোনটির মূল্য ৭০০ ডলার।
×