ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পূজা কমিটির সদস্যের হাতে পুলিশ লাঞ্ছিত ॥ পূজা কমিটির সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০২:০০, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

পূজা কমিটির সদস্যের হাতে পুলিশ লাঞ্ছিত ॥ পূজা কমিটির সদস্য গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ ॥ বন্দরের একটি মন্দিরে চেয়ারে বসে দায়িত্ব পালন করায় পূজা কমিটির সদস্য সুশান্ত দাসের হাতে ইমন মিয়া নামে এক পুলিশ সদস্য শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছে। এ ঘটনায় পুলিশ সুশান্ত দাসকে গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে মামলা দিয়ে সুশান্ত দাসকে আদালতে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে বন্দরের ২নং ঢাকেশ্বরী মন্দিরে। পুলিশ সূত্রে জানা গেছে, বন্দরের ২নং ঢাকেশ্বরী মন্দিরে পূজা অনুষ্ঠানে নিরাপত্তা রক্ষার জন্য নারায়ণগঞ্জ পুলিশ লাইন থেকে তিন পুলিশ কনস্টেবলকে দায়িত্ব দেয়া হয়। পূজা চলাকালে পুলিশ কনস্টেবল ইমন মিয়া চেয়ারে বসা ছিলেন। রাত সাড়ে ১১ টায় পূজা কমিটির সদস্য সুশান্ত দাস এসে কনস্টেবল ইমন মিয়াকে চেয়ারে বসা দেখে গালাগাল শুরু করেন। এ সময় কনস্টেবল ইমন মিয়া প্রতিবাদ করলে সুশান্ত দাস ক্ষিপ্ত হয়ে কনস্টেবল ইমন মিয়াকে চর থাপ্পর মারতে থাকে। এ ঘটনায় সংবাদ পেয়ে ধামগড় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুশান্ত দাসকে গ্রেফতার করে। এ ব্যাপারে বন্দর থানার ওসি আবুল কালাম ঘটনাটি স্বীকার করে জানান, আমাদের এক পুলিশ সদস্য মন্দিরে দায়িত্ব পালন করার সময় চেয়ার খালি পেয়ে একটু বসেছিল। আকস্মিকভাবে সুশান্ত দাস এসে চেয়ারে বসা দেখেই তাকে দু’টি চরথাপ্পর মারেন। পরে তাকে আটক করে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
×