ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিশুপ্রহরে ক্ষুদে বইপ্রেমীদের উচ্ছ্বাস

প্রকাশিত: ২৩:৩৬, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

শিশুপ্রহরে ক্ষুদে বইপ্রেমীদের উচ্ছ্বাস

অনলাইন রিপোর্টার ॥ বইপ্রেমীদের এক মিলনমেলা একুশের বইমেলা। আর এই বইমেলা সবচেয়ে বেশি জনসমাগম ঘটে ছুটির দিনগুলোতে। স্বাভাবিকভাবে শুক্রবার এ ভিড় একটু বেশিই। সাপ্তাহিক ছুটির পাশাপাশি শিশু প্রহর নির্ধারিত থাকায় শুক্রবার সকাল থেকেই ক্ষুদে বইপ্রেমীদের ঢল নেমেছে গ্রন্থ মেলায়। অভিভাবকসহ শিশুদের স্বাচ্ছন্দ্যে বই কেনার সুবিধার্থে অমর একুশে গ্রন্থমেলায় শুক্রবারকে শিশুপ্রহর হিসেবে ঘোষণা করেছে বাংলা একাডেমি। অভিভাবকসহ শিশুদের স্বাচ্ছন্দ্যে বই কেনার সুবিধার্থে অমর একুশে গ্রন্থমেলায় শুক্রবারকে শিশুপ্রহর হিসেবে ঘোষণা করেছে বাংলা একাডেমি। এদিন বেলা এগারোটায় মেলার দার উন্মোচিত হওয়ার কথা থাকলেও তার আগেই অভিভাবকসহ শিশু-কিশোরদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে প্রবেশ গেটে। এসব শিশু-কিশোরের বেশিরভাগ বাবা-মায়ের হাত ধরে, আবার অনেকেই বন্ধু অথবা শিক্ষকের সঙ্গে এসেছে প্রাণের মেলায়। ফলে ক্ষুদে বইপ্রেমীদের আনাগোনায় মুখরিত ছিলো শুক্রবারের মেলা প্রাঙ্গন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়ছে, ‘শিশু প্রহর’-এ বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দীর বই মেলায়। মেলার প্রাঙ্গনজুড়ে ছোটাছুটি, মা-বাবার হাত ধরে স্টলে স্টলে বই দেখা, বই কিনে তা হাতে মেলা প্রাঙ্গনে ঘুরছে এসব ক্ষুদে বইপ্রেমী। বইমেলায় আসা একাধিক অভিভাবক জানান তার সন্তানকে বইমেলা বই মেলার মর্মার্থ বুঝাতে মেলায় এনেছি। আর মেলায় এসে শিশুও বেশ উচ্ছ্বসিত।
×