ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফুটবলে মাথা ‌‌খাটালে গ্রাস করবে 'ডিমেনশিয়া'

প্রকাশিত: ১৯:৫৪, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

ফুটবলে মাথা ‌‌খাটালে গ্রাস করবে 'ডিমেনশিয়া'

অনলাইন ডেস্ক॥ ভিডিও গেমস আর টিভি ছেড়ে মাঠে নেমে খেলাধুলো করলে আজকাল মা–বাবারা খুশিই হন। তবে এক্ষেত্রেও সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফুটবল খেলার সময় সন্তানরা বেশি হেড দিচ্ছে কিনা সে ব্যাপারে খেয়াল রাখতে বলছেন। ‌ কারণ লন্ডন বিশ্ববিদ্যালয়ের এক গবেষক সম্প্রতি দাবি করেছেন হেড দিয়ে বেশি খেললে ডিমেনশিয়ার মতো ব্যাধি গ্রাস করতে পারে। যার ফলে, ব্যক্তিত্ব বদলে যাওয়া, মাথা ব্যথা, স্মৃতিভ্রংশের মতো সমস্যা তৈরি হতে পারে। লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিউ মরিস বলেছেন, "আমরা যখন বেশি হেড দিয়ে খেলা ফুটবলারদের মস্তিস্ক পরীক্ষা করি, তখন দেখেছি, সেখানে অনেক অস্বাভাবিক পরিবর্তন হয়েছে। বক্সারদের মস্তিষ্কেও এমন দেখা যায়। " মরিস আরও বলেছেন, "সপ্তাহে এক বা দু’দিন ফুটবল খেলেন যারা, তাদের ক্ষেত্রে আশঙ্কা করার কিছু নেই। ‌‌" ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন বলেছে, "তারা এই গবেষণার ফল বিস্তারিত পর্যালোচনা করে দেখবে।
×