ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলা

খালেদার আবেদনের পরবর্তী শুনানি ২২ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০৫:২৬, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

খালেদার আবেদনের পরবর্তী শুনানি ২২ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার ॥ জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতের বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে করা খালেদা জিয়ার আবেদনের ওপর আগামী ২২ ফেব্রুয়ারি শুনানির দিন ঠিক করেছে হাইকোর্ট। হাইকোর্ট বিভাগে দুই বছর অতিরিক্ত বিচারপতি হিসেবে কাজ করার পরও স্থায়ী না করার বৈধতা চ্যালেঞ্জ করে ফরিদ আহমদ শিবলীর রিট আবেদনের বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপীলের শুনানি হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছেন। খালেদা জিয়ার আদালতের বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে করা আবেদনের ওপর আগামী ২২ ফেব্রুয়ারি শুনানির দিন ঠিক করেছে হাইকোর্ট। খালেদার আইনজীবীদের সময় আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ শুনানির এই তারিখ নির্ধারণ করে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, সঙ্গে ছিলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। পরে ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল সাংবাদিকদের বলেন, আমরা আদালতের কাছে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় চেয়েছিলাম। আদালত সময় আবেদন মঞ্জুর করে নতুন এই দিন নির্ধারণ করেছেন। অপরদিকে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, উনারা মামলার বিচারকে বিলম্বিত করার জন্যই সময় আবেদন করেছেন। আদালত ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় মঞ্জুর করেছেন। সেদিনই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। নিয়মিত বেঞ্চে শুনানি ॥ হাইকোর্ট বিভাগে দুই বছর অতিরিক্ত বিচারপতি হিসেবে কাজ করার পরও স্থায়ী না করার বৈধতা চ্যালেঞ্জ করে ফরিদ আহমদ শিবলীর রিট আবেদনের বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপীলের শুনানি হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের চেম্বার আদালত আবেদনের ওপর আপীল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির এই দিন নির্ধারণ করেন। আবেদনের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে মনজিল মোরসেদ বলেন, বুধবার লিভ টু আপীল ফাইল করেছিলাম। আমরা আগামী রবিবার আবেদনটির শুনানির আরজি জানিয়েছিলাম। অপরদিকে এ্যাটর্নি জেনারেল আমাদের আরজির আপত্তি জানিয়ে তা এপ্রিলে তারিখ দেয়ার কথা বলেছিলেন। পরে আদালত আগামী ২৩ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেন। এর আগে গত ১২ ফেব্রুয়ারি শিবলীর করা রিট আবেদনটি নিষ্পত্তি করে দেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ। হাইকোর্ট রিটের বাদী ফরিদ আহমদ শিবলীকে আপীল বিভাগে যাওয়ার পরামর্শ দেন।
×