ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এবার ১৫ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

প্রকাশিত: ০৫:২৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

এবার ১৫ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

বিশেষ প্রতিনিধি ॥ জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান ২০১৭ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার স্বাধীনতা পদকের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার দেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ক্ষেত্রে এবার ৬ ব্যক্তি স্বাধীনতা পদক পাচ্ছেন। এদের মধ্যে রয়েছেন-গ্রুপ ক্যাপ্টেন (অব) শামসুল আলম (বীরউত্তম), আশরাফুল আলম, শহীদ মোঃ নজমুল হক, মরহুম সৈয়দ মহসিন আলী, শহীদ এনএমও নাজমুল আহসান। এছাড়া বাংলাদেশ বিমানবাহিনীকেও এবার স্বাধীনতা পদকের জন্য নির্বাচিত করা হয়েছে। এছাড়া অধ্যাপক ডাঃ এএইচএম তৌহিদুল আনোয়ার চৌধুরীকে চিকিৎসাবিদ্যায়, রাবেয়া খাতুন ও মরহুম গোলাম সামদানী কোরায়শীকে সাহিত্যে, অধ্যাপক ড. এনামুল হক ও ওস্তাদ বজলুল রহমান বাদলকে সংস্কৃতিতে, খলিল কাজী ওবিই সমাজসেবায়, শামসুজ্জামান খান ও অধ্যাপক ড. ললিতমোহন নাথ (প্রয়াত) গবেষণা ও প্রশিক্ষণে এবং অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান জনপ্রশাসনে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। স্বাধীনতা পদকের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আঠারো ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা, ৩ লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেয়া হয়।
×