ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দেশ গভীর বিপদের মুখে ॥ সিপিবি সভাপতি

প্রকাশিত: ০৯:০৯, ২৮ জানুয়ারি ২০১৭

দেশ গভীর বিপদের মুখে ॥ সিপিবি সভাপতি

স্টাফ রিপোর্টার ॥ সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, দেশ সার্বিকভাবে গভীর বিপদের মুখে। বাইরে থেকে বোঝা না গেলেও মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত বাংলাদেশের বিপদ আজ গভীর হয়ে উঠেছে। বুর্জোয়া শাসকরা মুষ্টিমেয় স্বার্থে মুক্তিযুদ্ধের চেতনাধারা তথা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্রকে জলাঞ্জলি দিয়ে দেশে কোটিপতিদের শাসন প্রতিষ্ঠিত করেছে। ফলে আওয়ামী লীগ জনসমর্থন হারাচ্ছে, বিএনপি জনসমর্থন আগেই হারিয়ে বসে আছে। শুক্রবার রাজধানীর শান্তিনগরে সিপিবি দাবি পক্ষের উদ্বোধনী সমাবেশে তিনি এসব বলেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন। কেন্দ্রীয় কমিটির সদস্য জলি তালুকদারের সভাপতিত্বে হযরত আলীর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ডাঃ সাজেদুল হক রুবেল, হকার নেতা সেকেন্দার হায়াৎ প্রমুখ। সেলিম আরও বলেন, রাজনীতি এখন দখল করে নিয়েছে সামরিক-বেসামরিক আমলাতন্ত্র, বুর্জোয়া-কোটিপতি ও বিদেশী প্রভুরা। দেশকে বাঁচাতে হলে এই অশুভ শক্তির হাত থেকে রাজনীতিকে পুনরুদ্ধার করতে হবে। এই দায়িত্ব নিতে হবে বামপন্থীদেরকেই। তিনি বলেন, দেশে বর্তমানে গরিব ও বড়লোকের জন্য দুই ধরনের অর্থনীতি চলছে। নির্বাচন টাকার খেলায় পরিণত হয়েছে। শুধু সার্চ কমিটি গঠন করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে না। এর জন্য নির্বাচনী ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। সিপিবি সভাপতি বলেন, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা হলে তা হবে পরোক্ষভাবে তাদের অনাহারে মৃত্যুর দিকে ঠেলে দেয়ার শামিল। সিপিবি দাবি পক্ষ উপলক্ষে দেশব্যাপী সভা, সমাবেশ, মিছিল, পদযাত্রা ও হাটসভা অনুষ্ঠিত হবে।
×