ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সার্চ কমিটি নিয়ে বিদেশীদের নাক গলানোর অধিকার নেই ॥ কাদের

প্রকাশিত: ০৯:০২, ২৮ জানুয়ারি ২০১৭

সার্চ কমিটি নিয়ে বিদেশীদের নাক গলানোর অধিকার নেই ॥ কাদের

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ ‘আমাদের দেশের নীতি কি হবে তা আমরাই ঠিক করব, বাইরের কারও বলে দেয়ার এবং বিদেশীদের নাক গলানোর কোন অধিকার নেই। আমরা মেরুদ-হীন জাতি নই।’ এমন সতর্কবাণী উচ্চারণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্পষ্ট করেই জানিয়ে দেন, সার্চ কমিটিতে যারা আছেন সবাই নিরপেক্ষ। কেউ আওয়ামী লীগের নয়। রাষ্ট্রপতি বিচার বিবেচনা করেই ঠিক করেছেন। বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আপনারা তো আজিজ মার্কা নির্বাচন কমিশনার বানিয়েছিলেন। তিনি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির নেতা।’ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার বিকেলে বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে আওয়ামী লীগের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। আয়োজনটি কর্মিসভার, তবে মুহূর্তেই তা রূপ নেয় জনসভায়। জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীর কবির নানক, মীর্জা আজম, খালেদ মাহমুদ চৌধুরী, মোজাম্মেল হক, আব্দুল মান্নান এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু প্রমুখ। ওবায়দুল কাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘জনগণের সঙ্গে ভাল ব্যবহার করবেন। কেউ জমিদারি দেখাবেন না। কর্মীদের সঙ্গে নেতার ব্রিজ, নেতার সঙ্গে জনগণের ব্রিজ তৈরি করবেন। দলের মধ্যে দলবাজি করার জন্য খারাপ লোকদের আশ্রয় দেবেন না। দলের মধ্যে গুটিকয়েক খারাপ লোকের জন্য পার্টির ভাবমূর্তি ক্ষুণœ হয়। দলে পরগাছা, বসন্তের কোকিলের দরকার নেই। ক্ষমতা চিরস্থায়ী নয়। দল চিরস্থায়ী। এমন কিছু করবেন না যাতে ২০১৯ সালে যে নির্বাচন, তাতে কোন প্রভাব পড়ে।’ মরা গাঙে আর জোয়ার আসবে না- কাদের ॥ স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, সার্চ কমিটি নিয়ে বিএনপির আন্দোলনের হুঙ্কারের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনের মরা গাঙে আর জোয়ার আসবে না। বিএনপির রাজনীতি এখন প্রেস ব্রিফিংনির্ভর এবং নালিশ পার্টিতে পরিণত হয়েছে। বিএনপির দেশবিরোধী কর্মকা- আর জ্বালাও-পোড়াও, হত্যাযজ্ঞের রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। শুক্রবার উত্তরাঞ্চলে যাওয়ার পথে বেলা ১১টায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের কড্ডা মোড়ে এক পথসভায় তিনি এ কথা বলেন।
×