ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝিমিয়ে পড়া মিউচুয়াল ফান্ডের দরবৃদ্ধির পালে হাওয়া

প্রকাশিত: ০০:৩৬, ১১ জানুয়ারি ২০১৭

ঝিমিয়ে পড়া মিউচুয়াল ফান্ডের দরবৃদ্ধির পালে হাওয়া

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত বছরের শেষ দুই মাসে পুঁজিবাজারে লেনদেন ও সূচকের পালে হাওয়া লাগে। তালিকাভুক্ত প্রায় সব খাতের কোম্পানির দর বাড়লেও ঝিমিয়ে পড়েছিল মিউচুয়াল ফান্ডগুলো। কিন্তু বুধবার সূচকের বড় ধরনের উত্থানের দিনে মিউচুয়াল ফান্ডগুলোর নতুন করে চমক দেখানো শুরু করেছে। যদিও ফান্ডের দরবৃদ্ধি সূচকের উত্থানে কোন ভূমিকা রাখে না। বাজার সংশ্লিষ্টদের মতে, বর্তমান বাজারের ইতিবাচক আচরণে আবারো নতুন প্রত্যাশায় জেগে উঠছেন বিনিয়োগকারীরা। সরগরম হতে শুরু করেছে সিকিউরিটিজ হাউজগুলো। এভাবে বাজারে গতিশীলতা বজায় থাকলে পুন:বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীরা পূর্বের ক্ষতি অনেকটা পুষিয়ে নিতে পারবেন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। জয়তুন সিকিউরিটিজে লেনদেন করা আবুল কাশেম নামের একজন বিনিয়োগকারী বলেন, এ খাতে বিনিয়োগ করে দীর্ঘ দিন ধরেই লোকসান গুনছি। তাই লাভ-লোকসানের হিসাব না গুনেই অনেকটাই বাজার বিমুখ হয়ে পড়েছিলাম। কিন্তু নিয়ন্ত্রক সংস্থা তথা সরকারের সব মহলের আন্তরিক প্রচেষ্টায় পুঁজিবাজার এখন অনেকটাই স্থিতিশীল। তাই এখন আবারো আশায় বুক বেঁধে কিছু কিছু করে বিনিয়োগ শুরু করেছি। তবে দীর্ঘসময় পর মিউচুয়াল ফান্ড খাত কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। এভাবে আরো কয়েক কার্যদিবস বাড়লে হয়তোবা অনেটাই লোকসান কাটিয়ে ওঠতে পারবো বলে আশা করছি। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৪টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ইউনিটদর বেড়েছে ৩১টির, কমেছে ২টির এবং অপরিবর্তীত রয়েছে ১টি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটদর। এসব ফান্ডের মধ্যে, ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ০.৩০ টাকা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১.২০ টাকা, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ০.৪০ টাকা, এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ০.৪০ টাকা, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ০.৪০ টাকা, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ০.৪০ টাকা, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ০.২০ টাকা, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ০.১০ টাকা, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের দর বেড়েছে ০.৬০ টাকা। গ্রামীণ ওয়ান স্কিম টু’র দর বেড়েছ ০.২০ টাকা, গ্রীণ ডেল্টা মিউচুয়াল ফান্ডের ০.৪০ টাকা, আইসিবি ফার্স্ট এনআরবি’র ০.৬০ টাকা, আইসিবি সেকেন্ড এনআরবি’র ০.২০ টাকা, আইসিবি থার্ড এনআরবি’র ০.৫০ টাকা, আইসিবি এএমসিএল সেকেন্ডের ০.২০ টাকা, আইসিবি এমপ্লয়ার্স মিউচুয়াল ফান্ডের ০.৩০ টাকা, আইসিবি সোনালী ওয়ানের ০.২০ টাকা, আইএফআইসি ফার্স্টের ০.৫০ টাকা, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ওয়ানের ০.৩০ টাকা, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ওয়ানের ০.৪০ টাকা, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ০.২০ টাকা। এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড ওয়ানের দর বেড়েছে ০.৩০ টাকা, এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ০.৩০ টাকা, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ০.৬০ টাকা, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ০.৪০ টাকা, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ০.৪০ টাকা, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএলের ০.২০ টাকা, এসইবিএল ফার্স্টের ০.৩০ টাকা, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ০.৩০ টাকা, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্সের ০.৩০ টাকা এবং ভ্যানগার্ড এএমএল রুপালী ব্যাংকের দর বেড়েছে ০.২০ টাকা। এছাড়া রিলায়েন্স ওয়ানের দর কমেছে ০.৪০ টাকা, এসইএমএল লেকচারের কমেছে ০.১০ টাকা এবং এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ইউনিটদর রয়েছে অপরিবর্তীত।
×