ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তহশিল অফিসগুলোতে মাসে লক্ষ লক্ষ টাকা ঘুষ লেনদেন

প্রকাশিত: ২১:৪১, ১১ জানুয়ারি ২০১৭

তহশিল অফিসগুলোতে মাসে লক্ষ লক্ষ টাকা ঘুষ লেনদেন

নিজম্ব সংবাদদাতা, নরসিংদী ॥ ব্রিটিশ আমলের জমিদারি প্রথা উঠে গেলেও ভুমি অফিসের তহশিলদাররা একেকজন জমিদার হয়ে বসে আছেন। জমির মালিকরা যেন অসহায় প্রজা। নামজারি, খাজনা অথবা অন্য কোন কাজে তহশিল অফিসে গেলেই শুরু হয় নানা হয়রানি। আর এ হয়রানির ভয়ে বছরের পর বছর খাজনা দিতে ভুমি অফিস মুখো হন না অনেক জমির মালিক। থানায় যেতে রাজি হলেও ভুমি অফিসে সহজে কেউ যেতে চান না । নরসিংদী শহর ভুমি অফিস, চিনিশপুর ভুমি অফিস, ম্যানচেষ্টার খ্যাত বাবুরহাটস্থ শীলমান্দী ভুমি অফিস, মাধবদী ভুমি অফিসে বদলী হতে হলে বদলী সংশ্লিষ্ট কর্মকর্তাকে ভুমিঅফিস গুলোর গুরুত্ব বেধে পাঁচলাখ থেকে দশলাখ টাকা উৎকোচ দিতে হয় এমন দাবি ভুক্তভোগী ভুমিকর্মকর্তার । অবিলম্বে এসব জন হয়রানী বন্ধ করে দুর্নীতিবাজ তহশিলদারদের হাত থেকে জমির মালিকদেরকে রক্ষা করার দাবি সচেতন মহলের ।
×