ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টেংরাটিলায় ক্ষতি পূরণের দাবিতে স্মারকলিপি

প্রকাশিত: ০৬:০৬, ৫ জানুয়ারি ২০১৭

টেংরাটিলায় ক্ষতি পূরণের দাবিতে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ দোয়ারাবাজার টেংরাটিলা গ্যাসক্ষেত্রে অগ্নিকা-ের ১১ বছর পূর্তিতে এলাকাবাসী বিভিন্ন দাবিতে বুধবার দুপুরে প্রধানমন্ত্রী বরাবরে বিভাগীয় কমিশনার কাছে স্মারকলিপি প্রদান করে। টেংরাটিলা দাবি আদায় সংগ্রাম পরিষদের আহ্বায়ক নুরুল আমীন, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, আমীর আলী, আব্দুল আহাদ এলিদ, রফিুকুল ইসলাম, রিপন হাওলাদার সানি আলম সরকার, মির্জা আলমগীর, আব্দুল আলীম, শেখ কামাল মিয়া, ওসমান গণি ফেনু, ছালিকুর রহমান, শেখ তোফায়েল আহমদ সেফুল প্রমুখ উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে বলা হয়, ১১ বছর আগে টেংরাটিলা গ্যাসক্ষেত্রে পরপর দুই দফা ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে। খননকারী প্রতিষ্ঠান কানাডিয়ান কোম্পানি নাইকো দুই দফা অগ্নিকা- ঘটিয়ে বিশাল ক্ষতি করেছে। যে ক্ষতি কোন দিন পূরণ হবে না। এক যুগ হতে চললেও সেই ক্ষত চিহ্ন এখনও বয়ে বেড়াচ্ছে টেংরাটিলার মানুষ। টেংরাটিলায় এখনও গ্যাসের বুদবুদ থেকে আগুন জ্বলছে। বর্ষার মৌসুমে চর্তুদিকে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে বুদবুদ দেখা যায়। আর বর্তমানে যে শুষ্কমৌসুম চলছে এই সময়ে গ্যাসের গন্ধে পরিবেশ নষ্ট হচ্ছে। এজন্য মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে, সুস্থ সবল মানুষ ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে। অকাল মৃত্যুবরণের মাত্রাও উল্লেখযোগ ১১ বছর পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্তরা পায়নি কোন ক্ষতিপূরণ। এখনও ক্ষতিপূরণের আশায় পথ চেয়ে বসে আছে মানুষ। কানাডিয়ান কোম্পানি নাইকো অগ্নিকা-ের সময় সিঙ্গাপুর থেকে বীমার টাকা আদায় করলেও রাস্ট্রীয় কিংবা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কোন ক্ষতিপূরণ দেয়নি। বরং তারা পর্যাক্রমে টেংরাটিলা থেকে কার্যক্রম গুটিয়ে নেয়। এ কারণে দাবি হচ্ছেÑ ক্ষতিপূরণ নাইকোর কাছ থেকে আদায় করে ক্ষতিগ্রস্তদের ফিরিয়ে দেয়া হোক। পাশাপাশি দেশের সম্পদের যে ক্ষতি হয়েছে সেটিও সরকার আদায় করুক। এই অবস্থায় টেংরাটিলায় অফুরন্ত গ্যাস ভা-ার এখনও অক্ষত রয়েছে। বিভিন্ন সময় বিশেষ্ণরা অনুসন্ধান চালিয়ে এসব তথ্য জানিয়েছেন।
×