ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চবিতে বক্সারকে মারধর ॥ দুই নেতা বহিষ্কার

প্রকাশিত: ০৬:০৫, ৫ জানুয়ারি ২০১৭

চবিতে বক্সারকে মারধর ॥ দুই নেতা বহিষ্কার

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন এ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ও জাতীয় পর্যায়ের বক্সার মোনায়েবুর রহমান খানকে মারধরকারী ছাত্রদল নেতা সালাউদ্দিন মোঃ উজ্জ্বলকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই অপরাধে ছাত্রলীগ নেতা মোঃ নাজমুল করিমকেও সাময়িক বহিষ্কার করা হয়েছে। বুধবার বেলা তিনটার দিকে তাদের বহিষ্কারের বিষয়টি সাংবাদিকদের জানান চবি প্রক্টর মোঃ আলী আজগর চৌধুরী। সালাউদ্দিন মো. উজ্জ্বল চবি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং নাজমুল করিম চবি ছাত্রলীগের সহ-সভাপতি। তারা দুজনই চবি কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র। চবি প্রক্টর আলী আজগর চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘মোনায়েবুর একজন জাতীয় পর্যায়ের বক্সার, জাতীয় সম্পদ। কিন্তু তাকে যেভাবে আহত করা হয়েছে তাতে তার ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে। তাই আমরা বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি।’
×