ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ ও বিশ্ব ক্রীড়াঙ্গন

প্রকাশিত: ০৬:৪৬, ১ জানুয়ারি ২০১৭

বাংলাদেশ ও বিশ্ব ক্রীড়াঙ্গন

সময়ের অমোঘ নিয়মে অতীতের খাতায় ঠাঁই নিয়েছে ২০১৬ সাল। মানুষের সহজাত বৈশিষ্ট্যই হলো মনের আয়নায় ফেলে আসা পথের স্মৃতিটুকু আগলে রাখা, চাওয়া-পাওয়ার হিসাব মেলানো। তাই তো ১২ মাস আগে যাকে সাদরে বরণ করে নেয়া হয়েছিল, সেই বছরের স্মৃতিময় মুহূর্ত বা ঘটনাগুলোতে আরেকবার চোখ বুলিয়ে নিচ্ছে বিশ্ববাসী। ক্রীড়াঙ্গনও এর বাইরে নয়। হাসি-কান্না, সাফল্য-ব্যর্থতায় মোড়ানো একটি বছর পার করেছে বাংলাদেশ ও বহিঃবিশ্বের খেলাপাগল মানুষ। সেসব ঘটনার চালচিত্র নিয়ে এ আয়োজন। লিখেছেন- জাহিদুল আলম জয় ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস ক্রিকেটের জনক ইংল্যান্ডকে নাকানি-চুবানি খাইয়ে গেল বছর বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হয়েছে আরেকটি স্বর্ণালী সাফল্য। অক্টোবরে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ইংলিশদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জয় তুলে নিয়ে ইতিহাস গড়ে লাল-সবুজের দেশ। প্রথমবারের মতো সাদা পোশাকে ক্রিকেটের জনকদের পরাজিত করে টাইগাররা। নবাগত মেহেদি হাসান মিরাজ ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ঘূর্ণিজাদুতে ১০৮ রানে জয় পায় টিম বাংলাদেশ। অনন্য উচ্চতায় মেহেদি মিরাজ ক্যারিয়ারের প্রথম টেস্ট সিরিজেই ইতিহাসের সাক্ষী হন ডানহাতি অফস্পিনার মেহেদি হাসান মিরাজ। ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচে মিরাজ দুই ইনিংসে ৬টি করে ১২ উইকেট কব্জা করেন। এটি কোন বাংলাদেশী বোলারের এক টেস্টের সেরা বোলিং নৈপুণ্য। সব মিলিয়ে সিরিজে ১৯ উইকেট। এর আগে দুই ম্যাচের সিরিজে আর কোন বাংলাদেশী বোলার এমন নৈপুণ্য দেখাতে পারেননি। ১২৯ বছর আগে অভিষেকের দুই টেস্ট সিরিজে ১৮ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার পেসার জেমস ফেরিস। সেদিক থেকেও নতুন বিশ্বরেকর্ড গড়েন মিরাজ। আর অফস্পিনার হিসেবে বিশ্বরেকর্ড গড়েন ক্যারিয়ারের প্রথম দুই টেস্টের তিন ইনিংসে ৫ উইকেট শিকার করে। আইসিসির সেরা মুস্তাফিজ ওয়ানডেতে ২০১৫ সাল যেমন বাংলাদেশ ক্রিকেটের জন্য সোনালি বছর, তেমনি ‘বিস্ময়-বালক’ মুস্তাফিজুর রহমানের জন্যও স্বপ্নের বছর। ওই বছর অভিষেক হওয়ার পরই ক্রিকেটবিশ্বে হৈচৈ ফেলেন দেন চোখ ধাঁধানো বোলিং পারফর্মেন্স প্রদর্শন করে। ২০১৫ সালে যারা বল হাতে জ্বলে ওঠেন তাদের মধ্যে মুস্তাফিজই ছিলেন সবচেয়ে বিধ্বংসী। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক কীর্তি গড়েন এ পেসার। এরই ধারাবাহিকতায় ২০১৫-১৬ মৌসুমে আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হয়ে রেকর্ড গড়েন ‘কাটার মাস্টার’। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা কোন বিভাগে পুরস্কার জয়ের দৃষ্টান্ত এটি। তাসকিনের মুক্তি গেল বছরের সেপ্টেম্বর মাসে বোলিং এ্যাকশনের শুদ্ধতার সনদ পান বাংলাদেশী পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি। এর ফলে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে ফিরে আসে স্বস্তির সুবাতাস। ৯ মার্চ ধর্মশালায় টি২০ বিশ্বকাপে হল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে প্রশ্নবিদ্ধ হয় তাসকিন ও সানির বোলিং এ্যাকশন। পরে চেন্নাইয়ে এ্যাকশনের পরীক্ষা দেন দুজন। ১৯ মার্চ অবৈধ এ্যাকশনের দায়ে দুজনকেই বোলিংয়ে নিষিদ্ধ করে আইসিসি। ২১ মার্চ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপীল করে বিসিবি। তামিমের রেকর্ড বাংলাদেশের একমাত্র ও প্রথম ব্যাটসম্যান হিসেবে গত বছর তিন ফরমেটেই (টি২০, ওয়ানডে, টেস্ট) সেঞ্চুরির কীর্তিগাথা রচনা করেন ড্যাশিং ব্যাটসম্যান তামিম ইকবাল। শুধু তাই নয়, তিন ফরমেটেই দেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি ও সর্বাধিক রানের মালিক বন্দরনগরীর বাঁহাতি ওপেনার। বিপিএল সেরা ঢাকা ডায়নামাইটস গত বছরের শেষ মাসে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ক্রিকেটের চতুর্থ আসরের শিরোপা ঘরে তোলে ঢাকা ডায়নামাইটস। ফাইনাল ম্যাচে সাকিব আল হাসানের দল ৫৬ রানে পরাজিত করে রাজশাহী কিংসকে। ফলে এক মৌসুম পর আবারও বিপিএলের শিরোপা পুনরুদ্ধার করে রাজধানীর দল। মুখথুবড়ে দেশের ফুটবল বাংলাদেশের ফুটবলের জন্য ২০১৬ সালের ১০ অক্টোবর তারিখটি শোকের, অধঃপতনের। ভুটানের কাছে হেরে ওই দিন শেষ হয়ে যায় বাংলাদেশের ‘এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে’ ওঠার আশা, যে কারণে আগামী তিন বছর বাংলাদেশ ফিফা ও এএফসি স্বীকৃত কোন আন্তর্জাতিক ম্যাচ বা টুর্নামেন্ট খেলতে পারবে না। এই হারে ক্ষোভে ফুঁসে ওঠেন দেশের ফুটবলপ্রেমীরা। ক্ষমাহীন ব্যর্থতার জন্য বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনসহ কমিটির সবাইকে পদত্যাগের আহ্বান জানান সব শ্রেণীর ফুটবলপ্রেমী। ‘লজ্জা, লজ্জা, লজ্জা। এ লজ্জা রাখি কোথায়’, ‘আমাদের ফুটবল আজ বিশ্ব বেহায়ার খপ্পরে’, ‘বাফুফে পচে গেছে, ফুটবল মরে গেছে’Ñ এ রকম অসংখ্য সেøাগান দিয়ে সালাউদ্দিনের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা। তবে এ আন্দোলনকে পাত্তা দেননি বাফুফে বস। বরং তিনি আরেকবার দেশের ফুটবলকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেয়ার সাফাই গেয়েছেন! এর আগে এপ্রিল মাসে বাফুফে সভাপতি হিসেবে তৃতীয়বারের মতো নির্বাচিত হন কাজী সালাউদ্দিন। ব্যক্তিগত অর্জনে নিজেকে ভাস্বর করলেও দেশের ফুটবলের অধঃপতন ঠেকাতে পারেননি তিনি। এসবেরই প্রভাব পড়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে। টানা ব্যর্থতায় রেকর্ড অবনমন হয় লাল-সবুজ জার্সিধারীদের। অক্টোবর মাসে প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান হয় ১৮৫তম। বাংলাদেশের ফুটবল ইতিহাসে এটাই সর্বনিম্ন র‌্যাঙ্কিং। সাফল্যের সোনারোদে মেয়েদের ফুটবল বিদায়ী বছর সাফল্যের সোনারোদে ভেসেছে বাংলাদেশের মহিলা ফুটবল। দেশে হওয়া এএফসি অনুর্ধ-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্তপর্বে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশের কিশোরীরা। বাছাইপর্বে পাঁচ ম্যাচের প্রতিটিতেই জয় পায় কোচ গোলাম রব্বানী ছোটনের দল। পুরুষরা ধারাবাহিক ব্যর্থতার স্বাক্ষর রাখলেও তাক লাগানো পারফর্মেন্স প্রদর্শন করে চলেছে দেশের মেয়েরা। অলিম্পিকে মার্কিন রাজত্ব অলিম্পিক মানেই যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য। ২০১৬ রিও অলিম্পিকেও এর ব্যত্যয় ঘটেনি। বরাবরের মতো শ্রেষ্ঠত্ব নিয়েই দেশে ফিরেছেন মার্কিন ক্রীড়াবিদরা। ২০১২ লন্ডন অলিম্পিকে জেতা ৪৬ স্বর্ণ রিওতেও অটুট রাখে যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে ১২১ পদক জিতে তালিকায় অন্যদের চেয়ে যোজন যোজন এগিয়ে থাকে মার্কিনীরা। বাংলাদেশী মেয়ের রিও জয় অলিম্পিকে কখনও কোন পদক জিততে পারেনি বাংলাদেশ। তবে রিওর আসরে রাশিয়ার মস্কোতে জন্ম নেয়া মার্গারিটা মামুনের সোনার পদকের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের নামটিও। কেননা এক অর্থে মার্গারিটা বাংলাদেশেরই মেয়ে। তার বাবা আবদুল্লাহ আল মামুন (মেরিন ইঞ্জিনিয়ার) বাংলাদেশী (মা আনা, সাবেক রুশ জিমন্যাস্ট)। মার্গারিটা রিদমিক জিমন্যাস্টিক্সের অলরাউন্ড ইভেন্টে জেতেন কাক্সিক্ষত সোনার পদক। স্বপ্নের স্বর্ণপদক ব্রাজিলের ছন্দময় এবং শৈল্পিক ফুটবলের পূজারী বলা হয় ব্রাজিলকে। রেকর্ড সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ, ফিফা কনফেডারেশন্স কাপ চারবার ও কোপা আমেরিকা আটবার জেতা দেশটির ভা-ারে ছিল না শুধু অলিম্পিক ফুটবলের স্বর্ণ। দীর্ঘ চেষ্টার পর অবশেষে সে অপূর্ণতা ঘুচিয়েছে সেলেসাওরা। রিও অলিম্পিকে পুরুষ ফুটবলে কাক্সিক্ষত স্বর্ণপদক জয় করে পেলের দেশ। রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে স্বর্ণপদক নির্ধারণী ম্যাচে জার্মানিকে ভাগ্যনির্ধারণী টাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে নেইমারের ব্রাজিল। ফেলপস-বোল্টের অমরত্ব আগেই ইতিহাস গড়েন দুই মহাতারকা যুক্তরাষ্ট্রের সাঁতারু মাইকেল ফেলপস ও জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট। আর রিও অলিম্পিকে দু’জনই ইতিহাসের পাতায় অমর হয়েছেন। ফেলপস সর্বকালের সেরা অলিম্পিয়ান হয়ে গেছেন অলিম্পিকে সর্বোচ্চ ২৩ স্বর্ণসহ মোট ২৮টি পদক জিতে। আর বিস্ময়কর বোল্ট ২০০৮ ও ২০১২ সালের পর রিও অলিম্পিকেও জিতেছেন ১০০, ২০০ ও ৪ী১০০ মিটার রিলের স্বর্ণপদক। অর্থাৎ প্রথম ক্রীড়াবিদ হিসেবে ট্রিপল জয়ের হ্যাটট্রিক গড়েন গতিদানব বোল্ট। রিওতে দুই মহামানব নিজেদের শেষ অলিম্পিকে অংশ নিয়েছেন। রাশিয়া নিষিদ্ধ রিও অলিম্পিকে রাশিয়ান এ্যাথলেটদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডোপপাপে জড়িত থাকার বিষয়টি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বিশ্ব ডোপবিরোধী সংস্থার (ডব্লিউএডিএ-ওয়াডা) পক্ষে তদন্তকারী কানাডার আইনজীবী রিচার্ড ম্যাকলারেন এক প্রতিবেদনে রাশিয়ান ক্রীড়াবিদদের নিষিদ্ধ ড্রাগ গ্রহণের এ ব্যাপকতা তুলে ধরেন। এরপর রাশিয়াকে রিও অলিম্পিক থেকে পুরোপুরি নিষিদ্ধের আহ্বান জানায় বিশ্বের অনেকগুলো দেশ। তবে শেষ পর্যন্ত আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) শুধু রাশিয়ার ট্র্যাক এ্যান্ড ফিল্ড এ্যাথলেটদের নিষেধাজ্ঞা দেয়। সবমিলিয়ে রাশিয়ার ১১৮ জন এ্যাথলেট নিষিদ্ধ হন রিও থেকে। রিয়াল ও রোনাল্ডোর বছর ক্যারিয়ারে এর চেয়ে ভাল বছর খুব একটা নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ২০১৬ সালে ঈশ্বর তাকে দু’হাত ভরে দিয়েছেন। একের পর এক সাফল্যে ভেসেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার। রোনাল্ডো সোনায় মোড়ানো বছর শেষ করেন জাপান থেকে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে। ফাইনালে রিয়ালের হয়ে করেন রেকর্ডগড়া হ্যাটট্রিক। এর আগে গ্যালাক্টিকোদের জিতিয়েছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ও উয়েফা সুপার কাপের ট্রফি। শুধু তাই নয়, নিজ দেশ পর্তুগালকে প্রথমবারের মতো উপহার দিয়েছেন ইউরো চ্যাম্পিয়নশিপ। এসবের স্বীকৃতিস্বরূপ ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন। অপেক্ষা করছে আরেকটি বড় স্বীকৃতি। নতুন বছরের জানুয়ারিতে সি আর সেভেনের হাতেই উঠতে যাচ্ছে ফিফা বর্ষসেরা ফুটবলের পুরস্কার। রিয়ালের তিনটি শিরোপা জয়ের মিশনেই কোচ হিসেবে ডাগআউটে ছিলেন ফরাসী কিংবদন্তি জিনেদিন জিদান। ট্রফিগুলো জিতে ইতিহাসের সাক্ষী হয়েছেন জিজুও। চিলিতে ম্লান মেসি বছরের শুরুটা ২০১৫ সালের ফিফা ব্যালন ডি’অর জিতে শুরু করলেও লিওনেল মেসির শেষটা হয়েছে বিষাদময়। বার্সিলোনার আর্জেন্টাইন তারকাকে বিষাদ উপহার দিয়েছে চিলি। টানা দুই বছর চিলির কাছে কোপা আমেরিকার ফাইনালে হেরে শিরোপাবঞ্চিত থাকতে হয় আর্জেন্টিনাকে। ২০১৫ সালের আসরে ফাইনালে হারের পর ২০১৬ সালে শতবর্ষী আসরেও ফাইনালে চিলির কাছে মাথা নোয়াতে হয় দিয়াগো ম্যারাডোনার দেশকে। ব্যর্থতার এ দায়ভার দলনায়ক মেসিরই বেশি! জাতীয় দলে ব্যর্থ মেসি ক্লাব ফুটবলে বার্সিলোনার হয়েও তেমন কিছু করতে পারেননি। ইউরোপের নতুন রাজা পর্তুগাল দীর্ঘ সাধনার পর ইউরোপীয় ফুটবলের রাজত্ব নিজেদের অধীনে নিয়েছে পর্তুগাল। ১০ জুলাই ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে পর্তুগীজরা হারিয়ে দেয় স্বাগতিক ফ্রান্সকে। এখন পর্তুগীজদের ভাবনায় ২০১৮ রাশিয়া বিশ্বকাপ ফুটবল। এখনও বিশ্বকাপ জিততে না পারা ইউসোবিও, ফিগোদের দেশ সে স্বপ্নই বুনতে শুরু করেছে। ইতিহাসের পাতায় লিচেস্টার সিটি অবিশ্বাস্য ধারাবাহিকতা আর নজরকাড়া সাফল্য দেখিয়ে মে মাসে ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জিতে নেয় লিচেস্টার সিটি। ১৮৮৪ সালে জন্ম নেয়ার পর ১৩২ বছরের ইতিহাসে এটি তাদের প্রথম শিরোপা। এর ফলে ১৯৭৮ সালে নটিংহ্যাম ফরেস্টের পর নতুন চ্যাম্পিয়ন পেয়েছে ইংল্যান্ডের শীর্ষ লীগ। মারে ও কারবারের বছর বিদায়ী বছরে টেনিসের রঙিন ভুবন মাতিয়েছেন ব্রিটেনের এ্যান্ডি মারে ও জার্মান কন্যা এ্যাঞ্জেলিক কারবার। মারে বছরের চারটি গ্র্যান্ডস্লামের মধ্যে শুধু উইম্বলডন জিতলেও নোভাক জোকোভিচের রাজত্বে হানা দেন। এটি সম্ভব হয় রিও অলিম্পিকে স্বর্ণপদক জিতে। ব্রিটিশ তারকা ২০১২ লন্ডন অলিম্পিকে জয়ের পর ২০১৬ রিওতেও শ্রেষ্ঠত্ব ধরে রাখেন। টানা দুটি অলিম্পিকে টেনিসের স্বর্ণ জয়ের কীর্তি দ্বিতীয় কারও নেই। বছরের শেষভাগে জিতেছেন এটিপি ওয়ার্ল্ড ট্যুরের ট্রফি। জোকোভিচকে সরিয়ে তাই র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও মজবুত করেন মারে। মহিলা টেনিসে বছরটা ছিল এ্যাঞ্জেলিক কারবারের। বছরের গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন জিতে আলোয় আসেন জার্মান কন্যা। এরপর ফরাসী ওপেনের কোয়ার্টার ফাইনাল ও উইম্বলডনের ফাইনালে হারলেও বছরের শেষ গ্র্যান্ডস্লাম ইউএস ওপেন ঠিকই জিতে নেন। উঠে আসেন র‌্যাঙ্কিংয়েরও শীর্ষে। ধারাবাহিকতা না থাকলেও উইম্বলডন ওপেন জিতে যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস স্পর্শ করেছেন কিংবদন্তি স্টেফি গ্রাফকে। টেনিসের উন্মুক্ত যুগে ২২টি গ্র্যান্ডস্লাম একক শিরোপা জয়ের রেকর্ড এ দু’জন ভাগাভাগি করছেন। নিষিদ্ধ শারাপোভা ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়া মারিয়া শারাপোভাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন চলার সময় করা ডোপ পরীক্ষায় রুশ সুন্দরীর শরীরে নিষিদ্ধ উপাদান মেলডোনিয়াম পাওয়া যায়। নিষেধাজ্ঞার বিরুদ্ধে শারাপোভা আপীল করার পর সাজা দুইদফা কমিয়ে নয় মাসে নামিয়ে আনা হয়। ২০১৭ সালের এপ্রিল মাসে তাই প্রিয় কোর্টে ফেরার অপেক্ষায় রাশান ডার্লিং। টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ২০১৬ সালে যেন পুনর্জন্ম হয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের। চার মাসের মধ্যে ক্যারিবিয়ান ক্রিকেটে সুবর্ণ উৎসব রচিত হয়। অনুর্ধ-১৯ ক্রিকেটের পর নারীদের বিশ্ব শিরোপা জয়ের দিনে ওয়েস্ট ইন্ডিজ টি২০ বিশ্বকাপও জিতে নেয়। শ্বাসরুদ্ধকর ফাইনালে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে দ্বিতীয়বার টি২০ বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়ে ব্রায়ান লারার দেশ। ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্সে ফাইনালের মঞ্চে এ্যাকশন হিরো ছিলেন কার্লোস ব্রাথওয়েট। মাত্র ১০ বলে অপরাজিত ৩৪ রানের ম্যাচজয়ী অসাধারণ ইনিংস উপহার দেন তিনি। শেষ ওভারে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ১৯ রান। বিধ্বংসী ব্রাথওয়েট ইংলিশ বোলার বেন স্টোকসের প্রথম চার বলেই ছক্কা হাঁকিয়ে অবিশ্বাস্য জয় উপহার দেন ক্যারিবীয়দের। আইসিসির বর্ষসেরা অশ্বিন গেল বছর আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘স্যার গারফিল্ড সোবার্স ট্রফি’ জিতেছেন ভারতীয় স্প্রিনার রবিচন্দ্রন অশ্বিন। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের সেরা বোলার ও অলরাউন্ডার জিতেছেন বছরের সেরা টেস্ট খেলোয়াড়ের পুরস্কারও। ভারতের হয়ে এর আগে সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন রাহুল দ্রাবিড় ও শচীন টেন্ডুলকর। করুণ নায়ারের ৩০০ ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাই টেস্টে বীরেন্দ্র শেবাগের পর ভারতকে ফের ট্রিপল সেঞ্চুরি উপহার দেন করুণ নায়ার। ৩৮১ বলে হার মানা ৩০৩ রানের ইতিহাসগড়া ইনিংস খেলেন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। এমএ চিদাম্বরম স্টেডিয়ামেই ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩১৯ রানের অনবদ্য ইনিংসে খেলেছিলেন শেবাগ। সাড়ে আট বছর পর সেই একই স্টেডিয়ামে তিন শ’ রানের কীর্তিগাথা রচনা করেন নায়ার।
×