ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পপি দেবী থাপা

মঞ্চনাটকে আলোচিত বছর

প্রকাশিত: ০৬:৪১, ১ জানুয়ারি ২০১৭

মঞ্চনাটকে আলোচিত বছর

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর হাঁটি হাঁটি পায়ে যাত্রা শুরু করে বাংলাদেশের মঞ্চনাটক আজ দাঁড়িয়েছে শক্ত ভিতের ওপর। দেশের সীমানা পেরিয়ে মঞ্চনাটক আজ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে বিশ্ব অঙ্গনে। ২০১৬ ছিল মঞ্চনাটকের আলোচিত বছর। বলা যায় নতুন নাটক আর নাট্যোৎসবের আলোয় আলোকিত এক বছর। সারা বছর মঞ্চ কর্মীদের পদচারণায় মুখর ছিল নাট্যমঞ্চ। এক নজরে দেখে নেয়া যাক এ বছর মঞ্চে আসা নতুন নাটক, প্রধান নাট্যোৎসব আর আলোচিত নাটকগুলো। মঞ্চে আসা নতুন নাটক উল্লেখযোগ্যসংখ্যক নতুন নাটক আলোকিত করেছে এ বছর মঞ্চ। নাগরিক নাট্যাঙ্গন এ বছর মঞ্চে এনেছে তাদের নতুন নাটক ‘গহর বাদশা ও বানেছা পরী’। লোকনাট্যদল (টিএসসি) এর নতুন পরিবেশনা ‘হুল’। ঢাকা পদাতিক আলোচিত ‘হেফাজত’ নিয়ে। ‘ইডাল আঁধার পালা’ নিয়ে এসেছে মনিপুরী থিয়েটার। থিয়েটার স্কুল প্রাক্তনী নতুন নাটক নিয়ে আসে এ বছর ‘গোডোর প্রতিক্ষায়’। পদাতিক নাট্য সংসদ (টিএসসি) নতুন পরিবেশনা ‘গহন যাত্রা’। আরণ্যক নাট্যদলের নতুন নাটক ‘জুবিলী হোটেল’। অনুশীলন (রাজশাহী) মঞ্চে এনেছে ‘এন্ডারনেট’। এ ছাড়াও মঞ্চে আসা নতুন নাটকের তালিকায় ছিল ‘না মানুষি জমিন’ ‘আমি ও রবীন্দ্রনাথ’, ‘প্রলম্বিত প্রহর’, ‘প্রেমপত্র’, ‘ঊষা উৎসব’, ‘তোরা সব জয় ধ্বনি কর’, ‘ম্যাকব্রে, ‘মায়ের মুখ’, ‘প্রথম পাথর্’, ‘বোধ’, শিল্পকলা একাডেমির ‘বাঁধ’, ‘রাজা যযাতি’, ‘কাল চৈতিশা’, ‘রাজার চিঠি’, ‘অমানুষ’, ‘মুল্লুক’ ইত্যাদি। নাট্যোৎসব ২০১৬ নাট্যকর্মীদের জন্য এ বছরটি ছিল উৎসবের। বিভিন্ন উৎসবের আলোয় আলোকিত ছিল সারা বছরের মঞ্চ। এপ্রিলে পালিত হয় ‘পিপলস থিয়েটার এ্যাসোসিয়েশনে’র উদ্যোগে শিশু-কিশোর নাট্যোৎসব। এ ছাড়াও এপ্রিলে পালিত হয় যুবনাট্য দিবস, নাট্যচক্রের ও শহীদ বদরুদ্দীন হোসেন স্মৃতি নাট্যোৎসব। মে’তে ৩ দিনব্যাপী শিল্পকলা একাডেমিতে পালিত হয় গোলাম সারোয়ার সপ্তবর্ণ নাটোৎসব। সেপ্টেম্বরে শিল্পকলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে সপ্তাহব্যাপী পালিত হয় জাতীয় নাটোৎসব। শিল্পকলা ও গ্রুপ থিয়েটার ফেডারেশন যৌথ আয়োজনে পালিত হয় ‘গঙ্গা যমুনা’ উৎসব। নবেম্বর মাসে নৃত্যনাট্য উৎসব পালিত হয় শিল্পকলা একাডেমিতে। ‘দৃষ্টিপাত’ নাট্যদলের আয়োজনে ৩ দিনব্যাপী নাট্যোৎসব পালিত হয় নবেম্বরে। ৬ দিনব্যাপী ‘সুন্দরী নাট্যমেলা ২০১৬’ আয়োজন করে ‘নাট্যতীর্থ।’ বাংলাদেশ শিল্পকলা একাডেমি যাত্রাদল নিবন্ধনের লক্ষ্যে পালন করে অষ্টম যাত্রা উৎসব। মহিলা সমিতি মঞ্চে ১০ দিনব্যাপী পালিত হলো বটতলার নাট্যোৎসব। যেখানে দেশের স্বনামধন্য নাট্যদলগুলোর পাশাপাশি অন্য দেশের দলগুলোও অংশগ্রহণ করে। আইটিআই বাংলাদেশ কেন্দ্রের উদ্যোগে ২য় ঢাকা আন্তর্জাতিক একক অভিনয় উৎসব ২০১৬ পালিত হয় ৮ দিনব্যাপী। এ উৎসবে দেশীয় দলগুলোর পাশাপাশি চীন, ভারতের কলকাতা ও আসামের নাট্যদল অংশ নেয়। আলোচিত ছিল কলকাতার ‘এলা দিদি’ আসাম-‘হেলেন’, বাংলাদেশের স্বপ্নদলের হেলেন কিলার। মণিপুরী থিয়েটারের ২০ বছর পূর্তি উপলক্ষে ২৪-২৮ ডিসেম্বর শিল্পকলা একাডেমিতে ৫ দিনব্যাপী পালিত হয় মণিপুরী নাট্যোৎসব। পথনাটক ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে ৭ দিনব্যাপী পালিত হয় পথনাট্যোৎসব। জীবনের কথা বলে পথনাটক। সমাজে ঘটে যাওয়া বর্তমান ঘটনা তথা সমাজ সংস্কারের কথা বলে পথনাটক। এ সেøাগান সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নাট্যদলগুলো পরিবেশন করে প্রায় ৪০টি নাটক। আলোচিত হ মণিপুরী থিয়েটারের ‘ইডাল আঁধার পালা’-শুভাশিষ সিন্হার অসাধারণ নির্দেশনার নাটকটিতে একদিকে যেমন মণিপুরী সম্প্রদায়ের জীবনযাত্রায় দৃশ্যপট রয়েছে। অন্যদিকে দারিদ্র্যের কাছে হেরে যাওয়া এক শিল্পী মনের তিলে তিলে নিঃশেষ হওয়ার বিষয়টি অসাধারণভাবে ফুটে উঠেছে। একটি ‘মুদঙ্গ’-নামক খাদ্যযন্ত্রকে কেন্দ্র করে নাটকটি, যা এক কৃষকের শিল্পী মনের পূর্ণতার প্রতীক হিসেবে কাজ করে। সমাজ এবং দৈনন্দিন বেঁচে থাকার সংগ্রামের কাছে শিল্পী সত্তার কিভাবে অপমৃত্যু হয় তা প্রকাশ পেয়েছে নাটকটিতে। হ বিবর্তন যশোরের নাটক-‘মাতব্রিং’ নাটকটিতে আদিবাসী জীবনযাত্রায় প্রেম, টিকে থাকা তথা ভূমি রক্ষার সংগ্রামের চিত্র ফুটে উঠেছে। লেখক সাধনা আহমেদ এবং ইউসুফ হোসেন অর্ক এর নির্দেশনায় আদিবাসীদের বর্তমান অবস্থান এবং হোঁচট খাওয়া উত্তরহীন প্রশ্নের ব্যাপকতা প্রকাশ পেয়েছে। আদিবাসী আসলে কোন্ পরিচয়ের? তার কি সমতলের নাকি পাহাড়ী? যদি পাহাড়ীই হবে তাহলে তাদের ভূমি কেন দখল হয়? বিষয়গুলো প্রাণবন্ত হয়ে উঠেছে নাটকটিতে। হ শহীদুজ্জামান সেলিমের নির্দেশনার একক অভিনয়ভিত্তিক নাটক পঞ্চ নারীর আখ্যান : নাটকটিতে পাঁচ প্রকারের নারী জীবনের বিবরণ রয়েছে। নাটকটিতে দারিদ্র্যপীড়িত নারী, পেশা জীবনে নারী, সুশীল সমাজে নারী এমনকি মৃত্যুর পরেও তাকে (নারীকে) কেন্দ্র করে সমাজে প্রকাশিত পুরুষের উঁচু অবস্থানকে ধরে রাখার সুকৌশলী চেষ্টার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। প্রত্যেক অবস্থানেই নারী যে নির্যাতিত তা আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয়া হয়েছে নাটকটিতে। হ স্বপ্নদলের একক অভিনয়ভিত্তিক নাটক হেলেন কেলার। উপস্থাপনা বৈচিত্র্যে যা উঠে আসে আলোচনায়। হ প্রাঙ্গনেমোর তাদের আমি ও রবীন্দ্রনাথ নাটকে তুলে এনেছে কবির জীবনের ভিন্ন ভিন্ন সময় নাট্যকর্মী ও নাট্যদলগুলো হাজারো প্রতিকূলতা এড়িয়ে এগিয়ে এসেছে সমাজের যে কোন প্রয়োজনে। আজ বাংলাদেশের মঞ্চনাটকের যে অবস্থান তা কিছু নিবেদিত স্বাপ্নিক নাট্যকর্র্মীর অবদান এ কথা বলাই যায়। সংস্কৃতি মন্ত্রণালয় ও সরকারের সহাযোগিতা পেলে আমাদের মঞ্চনাটক আন্তর্জাতিক মানে পৌঁছবে বলেই বিশ্বাস নাট্যকর্মীদের। প্রয়োজন পেশাদারিত্ব, সরকারের উদ্যোগ ও সংশ্লিষ্ট মহলের সহযোগিতা।
×