ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এনামুল হক

অস্থিরতা ও অনিশ্চয়তার বছর ২০১৭

প্রকাশিত: ০৬:৩৭, ১ জানুয়ারি ২০১৭

অস্থিরতা ও অনিশ্চয়তার বছর ২০১৭

২০১৬ সালে বিশ্ব পুঁজিবাদের নতুন সঙ্কট শুরু হয়। এর উদার গণতান্ত্রিক ব্যবস্থার মৃত্যুঘন্টা বেড়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী বিশ্বে শুরু হয়েছিল মুক্তবাণিজ্য ও উদার গণতন্ত্রের যুগ। ১৯৮০’র দশক থেকে বিশ্ব পুঁজিবাদ আরেক পর্বে প্রবেশ করে- বিশ্বায়ন। এর মধ্য দিয়ে গোটা বিশ্বই কার্যত এক অখ- ক্ষেত্রে পরিণত হয় সেখানে চলে অবাধ প্রতিযোগিতার ভিত্তিতে অর্থনৈতিক কার্যক্রম। কিন্তু পুঁজিবাদের অন্তর্নিহিত দুই নিজের বিপর্যয় ডেকে আনে। দেখা যায় বিশ্বায়নের মধ্য দিয়ে ধনী দেশগুলোতে শুরু হয়েছে আরেক সঙ্কট। সম্পদ কেন্দ্রীভূত হয়েছে মুষ্টিমেয় কিছু লোকের হাতে। মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তের অবস্থা হয়েছে সঙ্গিন। দেশীয় শিল্প মার খাচ্ছে। বেকারত্ব বাড়ছে। নানা দিক দিয়েই ভবিষ্যত হয়েছে অন্ধকারতর। আটলান্টিকের উভয় তীরের উন্নত বিশ্বের মানুষ আজ এই বিশ্বায়নের বিরুদ্ধে গর্জে উঠেছে। তারা উদার গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আঘাত হানছে। এর প্রথম গুলিটি নিক্ষিপ্ত হয়েছে ব্রেক্সিটের রূপে এবং দ্বিতীয় গুলিটি ট্রাম্পের বিজযের আকারে। সেই আঘাতের তীব্রতা কতটুকু, এতে কতটা ক্ষতি হচ্ছে এবং আরও কি কি রূপে আঘাত আসছে তা বুঝা যাবে এই ২০১৭ সালে। দক্ষিণপন্থীদের প্রতাপ হবে ইউরোপে এ বছর ইউরোপে দক্ষিণপন্থী পপুলিস্টদের শক্তি এমন বাড়বে যে ত্যাগ আর প্রান্তিক অবস্থানে থাকবে না। এদের ক্ষমতার বাইরে রাখতে মূলধারার মধ্যপন্থী দলগুলো ডান বাম কোয়ালিশন করে যে ব্যুহ তৈরি করেছিল তা আর কাজে দেবে না। চলতি বছর জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড ও পোল্যান্ডে মূলধারার মধ্য বাম সোশ্যাল ডেমোক্রেটরা বিশৃঙ্খল অবস্থায় পড়বে এবং পপুলিস্টরা হবে প্রধান বিরোধী শক্তি। নেদারল্যান্ড ও ফ্রান্সের নির্বাচনে ডানপন্থী জোয়ার সৃষ্টি হবে। পপুলিস্টদের প্রথম বড় পরীক্ষা হবে ১৫ মার্চ নেদারল্যান্ডের সাধারণ নির্বাচনে। সেখানে পার্টি ফর ফ্রিডম বিরাট শক্তি হয়ে উঠবে। এপ্রিলে ফ্রান্সের প্রথম পর্বের প্রেসিডেন্ট নির্বাচনে পপুলিস্ট দল ন্যাশনাল ফ্রন্টের (এফএন) ম্যারিন লে পেন মাথাব্যথার কারণ হবেন। জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম দক্ষিণপন্থীরা পার্লামেন্টে আসন পেতে পারে। এই পপুলিস্টরা ইইউর কুপ্রভাব, বিশ্বায়ন, অভিবাসন ইত্যাদিকে মূল ইস্যু করবে। ইতালিতে এবারের নির্বাচনে মধ্য বাম ডেমোক্রেটদের মূল প্রতিদ্বন্দ্বী হবে চরম বামপন্থী ফাইভ স্টার মুভমেন্ট। অভিবাসন বিরোধিতা বাড়বে ২০১৭ সালে আমেরিকা-ব্রিটেনসহ পাশ্চাত্যে অভিবাসন বিরোধিতা প্রবল আকার ধারণ করবে। বিশেষ করে ফ্রান্স, জার্মানি, ইতালিতে অভিবাসন বিরোধী দলগুলো অতিমাত্রায় সোচ্চার হয়ে উঠবে। কিন্তু অভিবাসন ঠেকানোর চেষ্টা করতে গিয়ে শেষ পর্যন্ত সবাইকে হতাশ হতে হবে। পশ্চিমা সরকারগুলো অভিবাসন কমানোর কথা বললেও নিয়ন্ত্রণ অসাধ্য পরিস্থিতিই সেটাকে উল্টো বাড়িয়ে তুলবে। ডেমোগ্রাফি, নগরায়ন ও আর্থিক পরিস্থিতিই গরিব ও মধ্য আয়ের দেশগুলো থেকে মানুষকে ঠেলে দেবে ধনী দেশ তথা পাশ্চাতে। আর যতই অপছন্দ হোক পাশ্চাত্যও এদের সস্তা শ্রম হিসেবে কাজে লাগাবে। চাপে থাকবে বিশ্ব অর্থনীতি ২০১৭ সালে টানা ষষ্ঠ বছরের মতো বৈশ্বিক প্রবৃদ্ধির হার হবে ৩ শতাংশেরও কম। অর্থাৎ একটানা অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে প্রবৃদ্ধির ক্ষেত্রে দুর্বলতা বজায় থাকবে। ২০০৮ সালের বিশ্ব অর্থনৈতিক বিপর্যয়ের পর যে প্রবল পুনরুত্থান আশা করা হয়েছিল তা কখনও ঘটেনি এবং ২০১৭ সালেও ঘটবে না। ট্রাম্পের বাণিজ্যবিরোধী নীতিতে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে ঠিকই তবে চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শুরু না করলে অর্থনীতি তেমন মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে না। দুর্বল চাহিদা ও দুর্বল প্রবৃদ্ধি চলতি বছর বৃহত্তর সমস্যা হয়ে দাঁড়াবে। বার্ষিক প্রবৃদ্ধি ৪ শতাংশ হলে বিশ্ব অর্থনীতিকে শক্তিশালী বলা চলে। সেই হার ৩ শতাংশ হলে বলা যায় স্বাভাবিকের কাছাকাছি, যা ২০০৫ সাল পর্যন্ত ২০ বছর ধরে ছিল। বিশেষজ্ঞদের হিসাবে ২০১৭ সালে বৈশ্বিক জিডিপি বাড়বে মাত্র ২.৫ শতাংশ হারে। পরবর্তী বছরগুলোতেও অবস্থা এর চেয়ে ভাল হবে না। ইউরোজোনের প্রবৃদ্ধি ২ শতাংশের চেয়ে বাড়বে না বরং নিচেই থাকবে। জাপানের প্রবৃদ্ধির হার ১ শতাংশ ধরে রাখতে বেগ পেতে হবে। চীন এ বছর প্রবৃদ্ধি ৬ শতাংশে ঠেলে ওঠাবে তবে পরের বছর ৪ শতাংশের কাছাকাছি নেমে আসবে। ভারতের প্রবৃদ্ধি হবে ৭.৫ শতাংশ। যুক্তরাষ্ট্রে শুরু হবে টালমাটাল অধ্যায় নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিশ্ব এক টালমাটাল অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। ইতোমধ্যে তার বিজয়ের ফলে যুক্তরাষ্ট্রসহ দুনিয়াজুড়ে শকওয়েভ সৃষ্টি হয়েছে। সেই কম্পনের ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে, হচ্ছে এবং হতে পারে তা এই ২০১৭ সালে নিরূপিত হবে। দায়িত্ব নেয়ার পর ট্রাম্প কি কি নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেন সেদিকে সবার দৃষ্টি থাকবে। যদি তিনি নির্বাচনী অঙ্গীকারে অটল থাকেন তাহলে প্রথম এক শ’ দিনের মধ্যে কঠিন ধরনের রক্ষণশীল সিদ্ধান্ত নেয়া হবে। আর সেগুলো বাস্তবায়িত করতে গেলে যুক্তরাষ্ট্র অন্তর্মুখী হয়ে পড়বে। দেশটা একলা চলো নীতি নেবে। এতে নার্ভাসবোধ করবে মার্কিন মিত্ররা। ট্রাম্প ঠিক কি কি করবেন তা এখনও স্পষ্ট না হলেও আভাস ইঙ্গিত থেকে মনে হয় নতুন কিছু বিচারপতি নিয়োগ দিয়ে তিনি সুপ্রীম কোর্টে রক্ষণশীলদের দীর্ঘদিনের আধিপত্য কায়েম করবেন। ওবামার বিশুদ্ধ জ্বালানি পরিকল্পনা মার খাবে। বৈশ্বিক উষ্ণায়ন সীমিত করার মার্কিন উদ্যোগ খর্ব হবে। প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকা বেরিয়েও আসতে পারে। ওবামাকেয়ার বাতিল হওয়ার সম্ভাবনা আছে। তাঁর সংস্কারবাদী নীতি বিশ্ব অর্থনীতির প্রতি হুমকি সৃষ্টি করবে। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধে লিপ্ত হতে পারে। তাতে করে বৈশ্বিক মন্দা শুরু হতে পারে। তারপরও চলতি বছর নতুন কর্মসংস্থান হবে আরও ২০ লাখ। অবকাঠামো খাতে বিপুল অঙ্কের অর্থ ব্যয় হবে। এতে উৎপাদন ক্ষমতা বাড়বে। আর সবকিছু আগের মতো চললে জিডিপি প্রবৃদ্ধি হবে ২.৩ শতাংশ। মুদ্রাস্ফীতির হার হবে ২.১ শতাংশ। চীনের প্রবৃদ্ধিতে মন্থরতা থাকবে ২০১৭ সালে চীনের অর্থনীতি এক সংকটময় সন্ধিক্ষণে থাকবে। প্রবৃদ্ধির টার্গেট সাড়ে ছয় থেকে ৭ শতাংশে নির্ধারণ করা হলেও বাস্তবে অর্জিত হবে ৬ শতাংশ। পরবর্তী বছরের মতো এ বছরও অর্থনীতিতে মন্থরতা থাকবে। কেননা চীন ‘রফতানির-জন্য-বিনিয়োগ’ এই মডেল থেকে স্থানান্তরিত হচ্ছে ‘ভোগের-জন্য-ব্যয়’ মডেলে। কিন্তু এই রূপান্তরের জন্য যা যা প্রয়োজন প্রচলিত অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার তার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না। শ্রমশক্তি সংকুচিত হবে। শ্রমের দাম বেড়ে যাওয়ায় কারখানা শিল্প হুমকির মুখে পড়বে। রিয়েল এস্টেটের ব্যবসায় তেজীভাবের অবসান ঘটবে। ইউয়ানের মূল্যমান এ বছরও দুর্বল থাকবে। তবে চলতি বছরে চরম অর্থনৈতিক চাপ ঝেড়ে ফেলার মতো অস্ত্র চীনের আছে। দেশটির একটা বড় শক্তি হলো এর বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩ ট্রিলিয়ন ডলার। চলতি বছর চীনা কমিউনিস্ট পার্টির অভ্যন্তরে ক্ষমতার লড়াই চলবে এবং তা তীব্রতম রূপ নেবে অক্টোবরে অনুষ্ঠেয় পার্টি কংগ্রেসে। সেই লড়াইয়ের ফলাফলের উপর নির্ভর করবে চীন অর্থনৈতিক সংস্কার ও মুক্ত রাজনীতির পথে যাবে কি যাবে না। দেশের বাইরে ভূখ- ও অর্থনৈতিক প্রভাব বলয় নিয়ে টানাপোড়েন বাড়বে এবং চীন সরকার পেশীশক্তি প্রদর্শনের দিকে যাবে। জাপান ॥ কাক্সিক্ষত গতি আসবে না সাড়ে ১২ কোটি লোকের দেশ জাপানে চলতি বছর প্রবৃদ্ধির হার হবে ০.৪ শতাংশ। মুদ্রাস্ফীতিও হবে অনরূপ হারে। প্রধানমন্ত্রী শিনজো আবের নেতৃত্বাধীন কোয়ালিশন সরকার শক্তিশালী অবস্থানে থাকা সত্ত্বেও অর্থনৈতিক সংস্কার বাঞ্ছিত উদ্যম হারিয়ে ফেলবে। ‘আবেনমিক্স’ নামে পরিচিত প্যাকেজ অর্থনৈতিক, মুদ্রা ও কাঠামোগত সংস্কারনীতি অব্যাহত থাকবে বটে, তবে প্রবৃদ্ধির ক্ষেত্রে যতটা গতি আসবে বলে আশা করা হয়েছিল তা হবে না। ভারত এবারও এগিয়ে থাকবে প্রবৃদ্ধির হারের দিক দিয়ে টানা দু’বছর ভারত চীনকে ছাড়িয়েছে। ২০১৭ সালেও তাই হবে। আগামী দশকের কোন এক সময় ভারতের জনসংখ্যা চীনের তুলনায় বেশি হবে এবং শ্রমশক্তির দৃষ্টিকোণ থেকে ভারত এতে প্রভূত লাভবান হবে। চীনের প্রবৃদ্ধির হার এ বছর যেখানে হবে ৬ থেকে সাড়ে ৬ শতাংশ সেখানে ভারতের হবে সাড়ে ৭ শতাংশ। তবে অন্যান্য ক্ষেত্রে যেমন সামাজিক নিরাপত্তা, স্বাক্ষরতা, মাথাপিছু আয়, চিকিৎসাসেবা ও স্যানিটেশনের দিক দিয়ে চীনের সক্ষমতা অর্জনে ভারতকে দীর্ঘপথ পাড়ি দিতে হবে। এ বছর ভারতের সামনে সমস্যা ও বাধা-বিঘœ কম নেই। বেশকিছু রাজ্যে বিধানসভা নির্বাচন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, যার মধ্যে ২০ কোটি লোকের উত্তরপ্রদেশও আছে। মোদি সরকারের সাফল্য-ব্যর্থতা এসব নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে। এ বছর সামাজিক ও রাজনৈতিক টানাপোড়েন ও সংঘাত আরও বাড়বে। রাশিয়া ॥ রিজার্ভ শূন্য হয়ে যাবে কর্তৃত্ববাদী ও পাশ্চাত্যবিরোধী ভøাদিমির পুতিনের শাসনকাল ২০১৭ সালে ১৮ বছরে পদার্পণ করবে। দু’বছর অর্থনৈতিক সঙ্কোচনে থাকার পর রাশিয়ার অর্থনীতির পুনরুদ্ধার পাওয়ার ক্ষীণতম সম্ভাবনা রয়েছে। কাজেই খুব অল্প সংখ্যক মানুষকেই এই বুঝ দেয়া যাবে যে, সুসময় ফিরে এসেছে। ফলে জনমনে অসন্তোষ ধূমায়িত হতে থাকবে। জিডিপি প্রবৃদ্ধির হার হবে ১ শতাংশেরও কম-০.৭ শতাংশ। অন্যদিকে মুদ্রাস্ফীতি হবে ৫.৭ শতাংশ হারে। তারপরও পুতিনের শাসন দুর্বল হওয়ার তেমন কোন লক্ষণ দেখা যাবে না। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের উপর কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ, এলিট শ্রেণীর বিভিন্ন অংশের মধ্যে ক্ষমতার সতর্ক ভারসাম্য রক্ষা ও পুতিনের ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে এই সরকার দিব্যি টিকে থাকবে। জীবন যাত্রার মান কমবে। ইউক্রেনে হামলার কারণে ইইউর নিষেধাজ্ঞা এ বছরের জানুয়ারি থেকে প্রসারিত হবে। অন্যদিকে রাশিয়ার পাল্টা নিষেধাজ্ঞাও বলবৎ থাকবে। রাশিয়ার রিজার্ভ তহবিলে এ বছর শূন্য হয়ে আসবে। ব্রিটেন ॥ ব্রেক্সিট কিভাবে হবে ব্রেক্সিটের প্রেক্ষাপটে চলতি বছর থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ তথা বৃহত্তর বিশ্বের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক নতুন করে গড়ে ওঠার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। গণভোটে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পক্ষে রায় দেয়া হলেও সে সংক্রান্ত শর্ত নির্ধারিত হয়নি। তথাপি ব্রিটেন আশা করে যে, ইউরোপের একক বাজারে খাকিটা প্রবেশাধিকার রেখে ও লোক চলাচল খর্বের ব্যবস্থা রেখে একটা চুক্তি হবে। অর্থনীতির উপর ব্রেক্সিটের শীতল প্রভাব এসে পড়বে। তবে ব্রেক্সিট কঠিন পথে হবে না নমনীয় হবে তার উপর পর্যবেক্ষকদের তীক্ষè নজর থাকবে। কঠিন পথে হলে প্রবৃদ্ধি আরও মন্থর হবে এবং মন্দা দেখা দেবে। এ বছর জিডিপির প্রবৃদ্ধি হবে শূন্য দশমিক ৬ শতাংশ। মুদ্রাস্ফীতির হার হবে ২.৮ শতাংশ। লেবার পার্টির অস্তিত্ব ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে উঠবে এবং দেশটা কার্যত একদলীয় রাষ্ট্রের দিকে যাবে। ফ্রান্স ॥ নির্বাচনের বছর চলতি বছর ফ্রান্সের নির্বাচনী বছর। প্রেসিডেন্ট ও পার্লামেন্ট দুটোরই নির্বাচন হবে। নির্বাচন নিয়ে ভীষণ উত্তপ্ত হয়ে উঠবে ফ্রান্সের রাজনৈতিক আবহ। বিশেষ করে ব্রেক্সিট ও ট্রাম্পের জয় লাভের কারণে। চরম দক্ষিপন্থী ন্যাশনাল ফ্রন্টের (এফএন) নেতা ম্যাবিন লে পেন অভিবাসন, সন্ত্রাস, বিশ্বায়নের ইস্যু নিয়ে আসর গরম করবেন। তিনি ব্রেক্সিটের অনুকরণে দাবি করে বসতে পারেন ফ্রেন্সিট। বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ও ভলস প্রেসিডেন্ট পদে দাঁড়ালেন। আরও দাঁড়াবেন সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। তবে সরকারবিরোধী লা রিপাবলিকান পার্টির নেতা এলেইন জুপ্পের প্রেসিডেন্ট হবার সম্ভাবনাই বেশি। ক্ষমতায় যেতে না পারলেও নির্বাচনে ভাল করবেন লে পেন এবং যথেষ্ট প্রভাব রাখবেন। সাড়ে ছু’কোটি লোকের দেশ ফ্রান্সে জিডিপি প্রবৃদ্ধি হার এ বছর ১ শতাংশের কিছু বেশি হবে। মুদ্রাস্ফীতির হার হবে ১ শতাংশ। উদ্বাস্তুদের নিয়ে এবারও হিমশিম খাবে দেশটি। জার্মানি ॥ মেরকেল ফের আসবেন এ বছরের অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনে এঞ্জেলা মেরকেল চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবেন। যদিও তার জনপ্রিয়তা আগের চেয়ে বেশ হ্রাস পাবে। এবারেও তিনি মহাজোট সরকারের নেতৃত্ব দেবেন। তবে আইনসভায় তাদের আগের মতো সংখ্যাগরিষ্ঠতা থাকবে না। মেরকেল ইউরোপীয় ইউনিয়নকে অটুট রাখার চেষ্টা করবেন। তবে বিরোধিতাও আসবে। কোয়ালিশনের বামপন্থী বাজারমুখী সংস্কার প্রতিহত করতে চাইবে। তবে ইউরোপের মধ্যে অর্থনৈতিক দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী জার্মানিতে এবারের প্রবৃদ্ধি ইউরোপীয় গড়কে ছাড়িয়ে যাবে। প্রবৃদ্ধি হবে ১.৩ শতাংশ। তথাপি তার ২০১৬-এর হারের পেছনে থাকবে। মুদ্রাস্ফীতির হার হবে ১.৩ শতাংশ। তুরস্কে শুদ্ধি অভিযান চলবে ব্যর্থ অভ্যুত্থানের প্রেক্ষাপটে নিজ অবস্থানকে সুসংহত করে নেয়ার পর প্রেসিডেন্ট এরদোগান এ বছর সরকারবিরোধীদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান জোরদার করে তুলবেন। তিনি রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণ কেন্দ্রীভূত করার দ্বিগুণ প্রয়াস চালাবেন। বিরোধী দলের সঙ্গে শাসনতান্ত্রিক পরিবর্তন সম্পর্কে একমত হতে না পারলে এরদোগান আগাম সংসদ নির্বাচন দিতে পারেন। তুরস্কের অর্থনৈতিক পরিস্থিতি ইউরোপের অনেক দেশের তুলনায় ভাল। জিডিপি প্রবৃদ্ধির হার এ বছর হবে ৩.৩ শতাংশ। মুদ্রাস্ফীতির হার ২.৮ শতাংশ। তবে সেনাবাহিনীর শীর্ষ সারির এক-তৃতীয়াংশ লোককে বহিষ্কার করার পর তুরস্ককে এখন সীমান্তের ভিতরে, বাইরে জটিল সামরিক স্ট্র্যাটেজি বাস্তবায়নে বেগ পেতে হবে। মধ্যপ্রাচ্য ॥ সংঘাতের শেষ নেই মধ্যপ্রাচ্যে ২০১৭ সালের নিশ্চিত বিষয় বলে যদি কিছু থাকে সেটা হলো সংঘাতের উৎসগুলো অনিষ্পন্নই থেকে যাবে। আইএস আল-কায়েদার গেরিলা হামলার হুমকি তো থাকবেই। তাছাড়াও ইরাকে নতুন করে সমস্যা দেখা দেবে শিয়া, সুন্নী ও কুর্দী মিলিশিয়াদের পারস্পরিক দ্বন্দ্ব নিয়ে। এরা প্রত্যেকেই প্রাধান্য প্রতিষ্ঠার চেষ্টা করবে। এদের সঙ্গে যোগ দেবে নানা ধরনের স্থানীয় শক্তি, যা মূলত হলো ট্রাইবকেন্দ্রিক। সিরিয়ার গৃহযুদ্ধ ষষ্ঠ বছরে পদার্পণ করবে। আঞ্চলিক শক্তিগুলো বৃহৎ শক্তিদের পথ ধরে প্রেসিডেন্ট বাশারকে উৎখাতের পরিকল্পনা আপাতত বাদ দিবে। ফলে বিদ্রোহী সুন্নীদের নিয়ন্ত্রিত একের পর এক এলাকা বাশারবাহিনীর দখলে চলে আসবে। সশস্ত্র বিদ্রোহী গ্রুপগুলো তখন জর্দান ও তুরস্কের সীমান্তে গিয়ে ভিড় করবে। জিহাদীসহ উদ্বাস্তুদের ব্যাপক হারে আগমন রোধ করতে উদগ্রীব এই দেশ দুটি তখন ঐ বিদ্রোহী গ্রুপগুলোকে বাফার হিসাবে ব্যবহার করবে। বাশারের ইরানী ও হিজবুল্লাহ মিত্ররা এদের ইসরাইলের বিরুদ্ধেও কাজে লাগাতে পারে। এ নিয়ে সিরিয়ার মাটিতে ইসরাইল-হিজবুল্লাহ সংঘাত হওয়া বিচিত্র কিছু নয়। অন্যদিকে আরব বিশ্বের সর্বাধিক দরিদ্র রাষ্ট্র ইয়েমেনে ইরান ও সৌদি আরবের যে প্রক্সি যুদ্ধ চলছে সেটিও থাকবে না। দেশটির শিয়া-সুন্নী লাইনে বিভাজন আরও বাড়বে। আইএস পরাস্ত হবে, কিন্তু তারপর? ২০১৭ সালে এ যাবতকালের দেখা সবচেয়ে হিংস্র মৌলবাদী শক্তি ‘আইএস‘ স্থানীয় শক্তিসমূহ এবং প্রায় ৬০টি দেশের আন্তর্জাতিক কোয়ালিশনের হাতে পরাস্ত হবে। গত নবেম্বরের মধ্যে ইরাকের প্রায় পুরো জায়গা থেকে আইএস বিতাড়িত হয়েছে। শুধু ‘মসুল ও গুটিকয়েক ছোট শহর তাদের দখলে ছিল। সেই মসুলও এখন তাদের হাতছাড়া হবার পথে। সিরিয়ায়ও আইএস তাদের দখলাধীন অধিকাংশ এলাকা থেকে বিতাড়িত। আলেপ্পোর মতো গুরুত্বপূর্ণ স্থানও তাদের হাতছাড়া। মার্কিন ও রুশ বিমানের বোমাবর্ষণ তাদের অনবরত শক্তিক্ষয় করে চলেছে। আইএস-এর চূড়ান্ত পরাজয় এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু তার মানে এই নয় যে, ইরাক ও সিরিয়া সন্ত্রাসের হিংস্র ছোবল থেকে মুক্ত হবে। ভূখ- নিয়ন্ত্রণকারী রাষ্ট্রসত্তা হিসাবে ইসলামিক স্টেট ধ্বংস হবে ঠিকই, কিন্তু এর যোদ্ধারা থেকে যাবে। শুধু থেকে যাওয়া নয়, আইএস নামে যেটা ছিল ভূখ-গত শক্তি সেটি এখন রূপান্তরিত হবে ভূখ- বহির্ভূত একটি গেরিলা বাহিনীতে। এর যোদ্ধারা ছড়িয়ে পড়তে পারে ঐ অঞ্চলের সর্বত্র এমনকি তার বাইরেও। এ অঞ্চলে আইএসএ’র রেখে যাওয়া শূন্যতা পূরণে বিভিন্ন শক্তির মধ্যে নতুন লড়াই বেঁধে যাবে।
×