ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সময় এলে সব হত্যাকাণ্ডের বিচার করা হবে ॥ গয়েশ্বর

প্রকাশিত: ০৮:৪৭, ৭ অক্টোবর ২০১৬

সময় এলে সব হত্যাকাণ্ডের বিচার করা হবে ॥ গয়েশ্বর

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকারের আমলে দেশে দুর্নীতি ও মানুষ হত্যার ঘটনা ঘটছে বলে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সুযোগ এলে প্রতিটি হত্যাকা-ের বিচার করা হবে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সিলেটের কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসের ওপর সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে মহিলা দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নারী নির্যাতনের বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করে গয়েশ্বর বলেন, আমরা জানি সরকার আমাদের কোন কথা শুনবে না। কেননা, আমরা সাগর-রুনীকে হারিয়েছি। কোন বিচার পাইনি। তনুকে হারিয়েছি, বিচার পাইনি। কিন্তু সময় এলে আমরা প্রত্যেকটি হত্যা, গুম এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচার করব। সেজন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে হবে। গয়েশ্বর বলেন, এ সরকার মিথ্যাচার করে ক্ষমতায় টিকে আছে। তাই তারা আমাদের কোন কথা আমলে নিচ্ছে না। তবুও আমরা সরকারকে আহ্বান জানাব -অবিলম্বে হত্যা-গুম বন্ধ করুন। পাশাপাশি জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশবাসীকে স্বস্তি দিন। মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশে একের পর এক মা-বোনদের হত্যা করা হচ্ছে। রাজনৈতিক কর্মীদের হত্যা করা হচ্ছে। কোন বিচার হচ্ছে না। সিলেটে প্রকাশ্যে কলেজ ছাত্রী খাদিজাকে কোপাল ছাত্রলীগ নেতা সেটারও কোন বিচার হবে না? এভাবে চলতে দেয়া যায় না। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার কায়েম করে এসব বন্ধ করতে হবে। এ জন্য দেশের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, শাম্মী আখতার, ঢাকা মহানগর উত্তরের সভাপতি পেয়ারা মোস্তফা সাধারণ সম্পাদক নূরজাহান ইয়াসমিন, মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাজিয়া আলিম প্রমুখ। গাইবান্ধার বিএনপি নেতাকে গ্রেফতারের ঘটনায় ফখরুলের নিন্দা ॥ গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক গউছুল আজম ডলারকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান সরকার তাদের কাক্সিক্ষত একদলীয় শাসন চিরস্থায়ী রূপ দিতে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ক্রমাগত উদ্ভট এবং বানোয়াট মামলায় জড়িয়ে গ্রেফতার ও জুলুম-নির্যাতন করছে। তিনি অবিলম্বে গউছুল আজম ডলারের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও মুক্তি দাবি করেন।
×