ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হত্যায় জড়িত জেএমবি সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৬:১৫, ৭ অক্টোবর ২০১৬

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হত্যায় জড়িত জেএমবি সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামে ধর্মান্তরিত খ্রীস্টাান মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যায় জড়িত আসামি গোলাম রব্বানী (২২) নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম পুলিশ। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ডিবি পুলিশের সাব ইন্সপেক্টর আব্দুস সালামের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে কুড়িগ্রামে নিয়ে আসে। রাত ৮টায় পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ। গ্রেফতারকৃত গোলাম রব্বানীর বাড়ি রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের ঘুমারু ভীমশীতলা গ্রামে। সে রাজারহাট মীর ইসমাইল হোসেন ডিগ্রী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। এনিয়ে এ মামলার ১০ আসামির মধ্যে ৪ জেএমবি সদস্যকে গ্রেফতার করল পুলিশ। এছাড়া ৩ আসামি ইতোপুর্বে হোলি আর্টিজানে খায়রুল ইসলাম বাধন, শোলাকীয়ার ঘটনার আসামী হিসেবে নান্দাইলে আবু মোকাদিল ওরফে ডন এবং রাজশাহীতে নজরুল ইসলাম ওরফে আবুল বাশীর ওরফে বাইক হাসান পুলিশের গুলিতে নিহত হয়। বাকি ৩ আসামি এখনও পলাতক। উল্লেখ্য, গত ২২ মার্চ কুড়িগ্রাম শহরের গাড়িয়ালপাড়া এলাকায় প্রাতঃভ্রমণের সময় নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় ধর্মান্তরিত খ্রীস্টান মুক্তিযোদ্ধা হোসেন আলীকে। এ সময় হত্যাকারীরা ককটেল ফাটিয়ে মোটর সাইকেলযোগে পালিয়ে যায়।
×