ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রড্রিগুয়েজকে নিয়ে আশাবাদী কোচ জিনেদিন জিদান

রোনাল্ডো ছাড়াই জয়রথ চলছে রিয়ালের

প্রকাশিত: ০৬:৫৪, ২৯ আগস্ট ২০১৬

রোনাল্ডো ছাড়াই জয়রথ চলছে রিয়ালের

স্পোর্টস রিপোর্টার ॥ চোটের কারণে স্প্যানিশ লা লিগার প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এতে অবশ্য জয়রথ থেমে থাকেনি রিয়াল মাদ্রিদের। ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা লীগে টানা দুই ম্যাচে জয় তুলে নিয়েছে। শনিবার রাতে টনি ক্রুসের শেষদিকের গোলে ভর করে রিয়াল ২-১ গোলে হারায় সেল্টা ভিগোকে। গ্যালাক্টিকোদের হয়ে অপর গোলটি করেন ফিরে আসা আলভারো মোরাটা। রিয়াল টানা দুই জয় পেলেও তাদের নগরপ্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদ দুই ম্যাচেই হোঁচট খেয়েছে। নিজেদের প্রথম ম্যাচ ড্র করা দিয়াগো সিমিওনের দল দ্বিতীয় ম্যাচেও গোলশূন্য ড্র করেছে। তবে এবার যাদের সঙ্গে ড্র করেছে তাতে এ্যাটলেটিকোর হতাশাই শুধু বেড়েছে। নবাগত লেগানেসের সঙ্গে ড্র কিছুতেই মানতে পারেননি কোচ সিমিওনে। তাও আবার নিজেদের মাঠ ভিসেন্টে ক্যালডেরনে। পরশুর অপর দুই ম্যাচে এইবার ১-০ গোলে ভ্যালেন্সিয়াকে ও রিয়াল সোসিয়েদাদ ২-০ গোলে পরাজিত করে ওসাসুনাকে। রবিবার রাতে বার্সিলোনার ম্যাচের আগে ৬ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে ছিল রিয়াল মাদ্রিদ। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ডিপোর্টিভো লা করুনা। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চমক দেখানো লেগানেস। সান্টিয়াগো বার্নাব্যুতে ‘বিবিসি’ খ্যাত আক্রমণভাগের দুই খেলোয়াড় রোনাল্ডো-বেনজেমার সঙ্গে রিয়ালের একাদশে ছিলেন না মূল গোলরক্ষক কেইলর নাভাস। বদলি খেলোয়াড় হিসেবে ছিলেন পেপে। শেষ পর্যন্ত পর্তুগীজ ডিফেন্ডারকে সাইডবেঞ্চেই বসে থাকতে হয়। ম্যাচের শুরু থেকে সেল্টার রক্ষণে চাপ সৃষ্টি করতে থাকে স্বাগতিক রিয়াল। কিন্তু প্রথমার্ধে গোলের ভাল সুযোগ সৃষ্টি করতে পারেনি তারা। ২৯ মিনিটে অবশ্য গোলবঞ্চিত হয় ইউরোপসেররা। প্রায় ২৫ গজ দূর থেকে লুকা মডরিচের জোরালো শট পোস্টে লেগে প্রতিহত হয়। বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় রিয়াল। ৬০ মিনিটে আসে কাক্সিক্ষত গোল। মার্কো আসেনসিওর শট সেল্টা গোলরক্ষক রুখে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল থেকে লক্ষ্যভেদ করেন আলভারো মোরাটা। কিছুক্ষণ পরই ব্যবধান দ্বিগুণ করতে পারতেন এই স্প্যানিশ স্ট্রাইকার। কিন্তু তার শট পোস্টে লেগে ফিরে আসে। রিয়ালের এগিয়ে থাকার স্বস্তি অবশ্য বেশিক্ষণ থাকেনি। ৬৭ মিনিটে চিলির ফরোয়ার্ড ফ্যাবিয়ান ওরেজানা ২৫ গজ দূর থেকে বিদ্যুত গতির শটে ম্যাচে সমতা ফেরান। ১-১ সমতা বিরাজ করার পর ম্যাচ চলে যায় শেষ দশ মিনিটে। এ সময় রিয়াল সমর্থকদের ড্রয়ের দুশ্চিন্তা ভর করে। তবে ৮১ মিনিটে জার্মান মিডফিল্ডার টনি ক্রুস গোল করে শঙ্কা কাটান। বদলি লুকাস ভাসকেসের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সের বাইরে থেকে নিচু শটে গোল করেন তিনি। ম্যাচ শেষে রিয়াল কোচ জিনেদিন জিদান স্বীকার করেছেন, যেমন ভেবে ছিলেন তার চেয়েও ম্যাচটি কঠিন হয়েছে। জিদান বলেন, সেল্টাকে যেমন ভেবেছিলাম, দলটি তার চেয়েও শক্তিশালী। বিশেষ করে আক্রমণে। ম্যাচে বেশ কয়েকবার তারা আমাদের জন্য সমস্যা সৃষ্টি করে। এটা অবশ্য স্বাভাবিকই। কোন জয়ই সহজ নয়। গুঞ্জন আছে, জেমস রড্রিগুয়েজকে পছন্দ না জিদানের। এর প্রমাণও পাওয়া যায়। মৌসুমের প্রথম দুই ম্যাচেই কলম্বিয়ান তারকাকে বদলি হিসেবে খেলান ফরাসী কিংবদন্তি। তবে এসব খেলার অংশ বলেই মনে করেন জিদান। সেল্টা ম্যাচের পর জিদান বলেন, আমি রড্রিগুয়েজের মধ্যে ভাল বিষয় দেখেছি এবং সে (রিয়ালে) থাকবে। আপনি একটি ম্যাচে নামবেন এবং পার্থক্য গড়ে দেবেন, এটা সহজ নয়। সে আর লুকাস ভাসকেস দলের উন্নতি ঘটিয়েছে। সে তার সুযোগ কাজে লাগিয়েছে এবং বদলি খেলোয়াড়রা আমাদের বাড়তি কিছু দিয়েছে।
×