ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেরেনার সামনে রেকর্ডের হাতছানি

প্রকাশিত: ০৬:৫৪, ২৯ আগস্ট ২০১৬

সেরেনার সামনে রেকর্ডের হাতছানি

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ হলো দীর্ঘ এক বছরের অপেক্ষা। আজ থেকে শুরু হচ্ছে চতুর্থ ও মৌসুমের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেন। মর্যাদার এই টুর্নামেন্ট জিততে মরিয়া সব তারকারাই। মহিলা এককে ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ফ্লাভিয়া পেনেত্তা। কিন্তু গতবার ক্যারিয়ারের প্রথম এই গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জিতেই টেনিসকে বিদায় বলে দেন তিনি। শিরোপা জয়ের ক্ষেত্রে এবার ফেবারিট হিসেবেই কোর্টে নামবেন সেরেনা উইলিয়ামস। অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ডটি তার। অস্ট্রেলিয়ান ওপেনে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডটিও (৭৪টি) তার। ইউএস ওপেনেও সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড সেরেনার, যেখানে তার সঙ্গী ক্রিস এভার্ট। সবচেয়ে বেশি ম্যাচ খেলায় এভার্টের তুলনায় অবশ্য পিছিয়ে আছেন। ১৯ বছরের ক্যারিয়ারে ইউএস ওপেনে ৮৪ ম্যাচ খেলেছেন সেরেনা, এভার্ট খেলেছেন ১০১। পূর্বসূরিকে ছুঁতে এখনও বহুদূর যেতে হবে সেরেনাকে। তবে এবারের ইউএস ওপেনের শিরোপা জিততে পারলেই এক ঢিলে দুই পাখি মারা হবে তার। এভার্টকে ছাড়িয়ে সবচেয়ে বেশি ইউএস ওপেন জেতার রেকর্ড গড়বেন। আর গ্র্যান্ডসøামে সবচেয়ে বেশি ম্যাচে জয়ের রেকর্ডেও পেছনে ফেলবেন মার্টিনা নাভ্রাতিলোভাকে। শুধু তাই নয়, স্টেফি গ্রাফের ২২ গ্র্যান্ডসøাম জয়ের রেকর্ডকেও ছাড়িয়ে যাবেন সেরেনা। তবে সেক্ষেত্রে তার সামনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন এ্যাঞ্জেলিক কারবার, এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানাস্কা, সিমোনা হ্যালেপ এবং ক্যারোলিন ওজনিয়াকির মতো তারকারা। এছাড়াও ইউএস ওপেনে এবার সবার চোখ থাকছে রিও অলিম্পিকের স্বর্ণপদক জয়ী পুয়ের্তো রিকোর মনিকা পুইগ। এদিকে রুমানিয়ার তারকা মনিকা নিকুলেসকোকে সঙ্গে নিয়ে কানেকটিকাট ওপেনের দ্বৈতে শিরোপা জয় করেছেন ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা। ফলে ইউএস ওপেন গ্র্যান্ডসøাম ওপেনে অংশগ্রহণের আগে প্রস্তুতিমূলক এই টুর্নামেন্টের জয় নিয়ে নিজের আত্মবিশ্বাসকে শাণিত করতে সক্ষম হলেন উপমহাদেশের এই টেনিস তারকা। এদিকে পুরুষ এককে বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। তবে এবার হট ফেবারিট হিসেবে কোর্টে নামবেন এ্যান্ডি মারে। কেননা অলিম্পিকের প্রথম রাউন্ডে পোল্যান্ডের জার্জি জানোভিচের কাছে হতাশাজনক বিদায়ের পর থেকেই জোকোভিচ কব্জির ইনজুরিতে ভুগছেন। ২০১৩ সালের উইম্বলডনের সেমিফাইনালিস্ট জানোভিচ সম্প্রতি হাঁটুর ইনজুরি কাটিয়ে কোর্টে ফিরেছেন। অলিম্পিকের ডাবলসে স্বর্ণপদক বিজয়ী চতুর্থ বাছাই স্প্যানিশ তারকা নাদাল কব্জির ইনজুরির কারণে উইম্বলডনে খেলতে পারেননি। ইউএস ওপেনের প্রথম রাউন্ডে তিনি উজবেকিস্তানের ডেনিস ইসতোমিনের মুখোমুখি হবেন। অলিম্পিকে স্বর্ণ জয়ী দ্বিতীয় বাছাই এ্যান্ডি মারে চেক প্রজাতন্ত্রের লুকাস রোসোলের বিপক্ষে ইউএস মিশন শুরু করতে যাচ্ছেন। গত বছর মিউনিখে এই দুইজন সর্বশেষ একে অপরের মোকাবেলা করেছিলেন। ফর্মের তুঙ্গে থাকা মারে রিও অলিম্পিকে ইতিহাস গড়েন। একক ইভেন্টে একমাত্র টেনিস খেলোয়াড় হিসেবে জেতেন দ্বিতীয় স্বর্ণপদক। এর আগে গত মাসে ঘরের মাটিতে দ্বিতীয়বারের মতো উইম্বলডনের ট্রফি উঁচিয়ে ধরেন মারে। তিনবারের গ্র্যান্ডসøাম জয়ীর সামনে এবার ইউএস ওপেন পুনরুদ্ধারের চ্যালেঞ্জ। এদিকে হাঁটুর ইনজুরির কারণে এবার আর কোর্টে নামতে পারছেন না সুইস সেনসেশন রজার ফেদেরার। তার স্থানে সতীর্থ স্ট্যানিসøাস ওয়ারিঙ্কা তৃতীয় বাছাই হিসেবে লড়াইয়ে নামবেন। স্প্যানিশ ফার্নান্দো ভারডাসকোর বিপক্ষে ওয়ারিঙ্কা ইউএস মিশন শুরু করবেন। শেষ ষোলোতে তার সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছে অস্ট্রেলিয়ান উঠতি তারকা নিক কিরগোয়িসকে। ২০০৯ চ্যাম্পিয়ন ও অলিম্পিকে রৌপ্যপদক পাওয়া আর্জেন্টাইন তারকা হুয়ান মার্টিন ডেল পোত্রোকে ওয়ারিঙ্কার শেষ আটের বিপজ্জনক প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছে। চলতি বছর উইম্বলডনে এই জায়ান্ট আর্জেন্টাইনের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছিলেন ওয়ারিঙ্কা।
×