ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিশ্বরেকর্ড জেবেটের, জিতলেন শিপার্স

প্রকাশিত: ০৬:৫৩, ২৯ আগস্ট ২০১৬

বিশ্বরেকর্ড জেবেটের, জিতলেন শিপার্স

স্পোর্টস রিপোর্টার ॥ রিও অলিম্পিক শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই ফলাফল পাল্টে গেল। প্যারিস ডায়মন্ড লীগে আবারও এ্যাথলেটরা প্রতিযোগিতায় নামলেন। আর সেখানে মহিলাদের ১৫০০ মিটার দৌড়ে অলিম্পিকের ফলাফল পাল্টে দিলেন ব্রিটিশ মহিলা দৌড়বিদ লরা মুইর। তিনি নতুন জাতীয় রেকর্ড, মিটিং রেকর্ড এবং চলতি বছরের সেরা টাইমিং গড়ে জিতেছেন। পেছনে ফেলেছেন অলিম্পিকে সোনা জয়ী কেনিয়ার ফেইথ কিপিয়েজোনকে। এছাড়াও হল্যান্ডের অলিম্পিক ফেবারিট স্প্রিন্টার ড্যাফনে শিপার্স রিও-তে রৌপ্য জিতলেও প্যারিসে এসে জয় তুলে নিয়েছেন। স্টেড ডি ফ্রান্স স্টেডিয়ামে আরও বিস্ময়কর ঘটনার জন্ম দিয়েছেন রুথ জেবেট। কেনিয়ার বংশোদ্ভূত বাহরাইনের এ তারকা মহিলাদের ৩ হাজার মিটার স্টিপল চেসে অলিম্পিক স্বর্ণ জিতেছিলেন এশিয়ান রেকর্ড গড়ে। আর প্যারিসে তিনি গড়লেন নতুন বিশ্বরেকর্ড। প্যারিস ডায়মন্ড লীগে মেয়েদের ৩ হাজার মিটার স্টিপলচেসে ফেবারিট হিসেবেই নামেন জেবেট। কারণ, রিও অলিম্পিকে তিনি নতুন এশিয়ান রেকর্ড গড়ে ৮ মিনিট ৫৯.৭৫ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জয় করেন। এবার তিনি সময় নিলেন ৮ মিনিট ৫২.৭৮ সেকেন্ড। ভেঙ্গে দিলেন রাশিয়ার গুলনারা গালকিনার গড়া পুরনো বিশ্বরেকর্ড। গুলনারা ২০০৮ সালে বেজিং অলিম্পিকে ৮ মিনিট ৫৮.৮১ সেকেন্ড সময় নিয়ে শেষ করেছিলেন। অর্থাৎ ৬.০৩ সেকেন্ড কম সময় নিয়ে বিশ্বরেকর্ডটাকে আরও উচ্চতায় নিয়ে গেলেন জেবেট। মাত্র ১৬ বছর বয়সে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে কেনিয়া ছেড়ে বাহরাইনে এসেছিলেন। দেশটির হয়ে দারুণ সাফল্য ধরা দিচ্ছে জেবেটকে। জয় পাওয়ার পর তিনি বলেন, ‘আমি খুবই খুশি। আমি অনেকবার বিশ্বরেকর্ড ভেঙ্গে ফেলার চেষ্টা করেছি। তবে এদিন আমি শুধু ভাল একটি টাইমিং গড়ার দিকেই মনোযোগী ছিলাম। আমি এত পার্থক্য তৈরি করে বিশ্বরেকর্ড গড়ব বলে চিন্তা করিনি।’ ইতিহাসের দ্রুততম চার টাইমিংয়ের তিনটিই এখন জেবেটের দখলে। ৯ মিনিটের নিচে টাইমিং শুধু গুলকিনা ও জেবেটেরই আছে। অলিম্পিকের আগে দারুণ আলো ছড়াচ্ছিলেন ডাচ স্প্রিন্টার শিপার্স। এমনকি বেজিংয়ে হওয়া গত বছরের বিশ্ব আসরে তিনি ২০০ মিটারে স্বর্ণপদকও জিতেছিলেন। সে কারণে রিও অলিম্পিকে তিনিই ছিলেন এই ইভেন্টের অন্যতম ফেবারিট। কিন্তু জ্যামাইকান এলেইন টম্পসনের কাছে হেরে গিয়ে রৌপ্য জিতলেন। সেই হতাশা অবশ্য তেমন প্রভাব ফেলেনি ২৪ বছর বয়সী এ ডাচ্ সুন্দরীর ওপর। প্যারিস ডায়মন্ড লীগে তিনি জয় তুলে নিয়েছেন ২২.১৩ সেকেন্ড টাইমিংয়ে। ব্রিটেনের ডিসাইরি হেনরি ব্যক্তিগত সেরা ২২.৪৬ সেকেন্ড টাইমিংয়ে দ্বিতীয় এবং মার্কিন তারকা জেনা প্রানদিনি ২২.৪৮ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জয় করেন। প্যারিসে আরেকটি চমক এসেছে মেয়েদের ১৫০০ মিটার দৌড়ে। নতুন ব্রিটিশ রেকর্ড গড়ে লরা মুইর ৩ মিনিট ৫৫.২২ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন। ৫ সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো তিনি পুরনো জাতীয় রেকর্ড ভাঙ্গলেন। চলতি বছরে এটাই সেরা টাইমিং ১৫০০ মিটারের। তবে অলিম্পিকে সুবিধা করতে পারেননি, হয়েছিলেন পঞ্চম। অলিম্পিক সোনাজয়ী কেনিয়ার কিপিয়েজোন ৩ মিনিট ৫৬.৭২ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন। এই ইভেন্টে উপস্থিত ছিলেন আইএএএফ সভাপতি সেবাস্তিয়ান কো উপস্থিত ছিলেন। তিনি অভিনন্দন জানান লরাকে। মহিলাদের ১০০ মিটার হার্ডলসে ১২.৪৪ সেকেন্ড সময় নিয়ে কেন্দ্রা হ্যারিসন প্রথম হয়েছেন। লুসানে দু’দিন আগে হওয়া ডায়মন্ড লীগেও জিতেছিলেন চলতি মৌসুসের সেরা ৯ টাইমিংয়ের মধ্যে আটটিরই অধিকারী এ তারকা।
×