ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কালিয়া উপজেলা চেয়ারম্যান আদালতে আত্মসর্মপন, জেল হাজতে প্রেরন

প্রকাশিত: ০০:৪৮, ১৯ জুলাই ২০১৬

কালিয়া উপজেলা চেয়ারম্যান আদালতে আত্মসর্মপন, জেল হাজতে প্রেরন

নিজস্ব সংবাদদাতা,নড়াইল ॥ নড়াইলের কালিয়া উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা খান শামিমুর রহমান ওছি খানকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। একটি হত্যাসহ তিন মামলায় খান শামিমুর রহমানসহ ১৭জন আসামী নড়াইলের একটি আদালতে মঙ্গলবার আত্মসর্মপন করেন। দুপুরে আদালতের বিচারক এ আদেশ দেন। আদালত সুত্রে জানা যায়, কালিয়া উপজেলার চেয়ারম্যান খান শামিমুর রহমান ওরফে ওছি খা কালিয়া থানার একটি ও লোহাগড়া থানার দিঘলিয়ার নিষান মুন্সী হত্যা মামলা সহ ৩ টি মামলায় মোট ১৭ জন লোহাগড়া আমলী আদালতে আতœসর্মপন করে জামিনের আবেদন করেন। লোহাগড়া আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. জাহিদুল আজাদ জামিনের আবেদন না মঞ্জুর করে তিনটি মামলায় কালিয়া উপজেলার চেয়ারম্যান খান শামিমুর রহমানসহ ১৭ জনকে জেল হাজতে প্রেরনের আদেশ দেন। উল্লেখ্য,বিগত ইউনিয়ন নির্বাচনের পূর্বে গত ইং ২৫.৫.২০১৬ তারিখে কালিয়া থানার সালামাবাদ ইউনিয়নের জয়পুর মোড়ে প্রতিপক্ষের উপর গুলি বর্ষন, ০২.০৬ ১৬ তারিখে লোহাগড়া উপজেলার কোটকোল ইউনিয়নের দিঘলিয়ার নিষান মুন্সি হত্যা ও পায়ে গুলি বর্ষনের কারনে পা কাটা সহ মোট তিনটি মামলায় তিনি জামিনের আবেদন করেন।
×