ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ প্রতিরোধে মাদারীপুরে মানববন্ধন

প্রকাশিত: ২২:২৯, ১৯ জুলাই ২০১৬

সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ প্রতিরোধে মাদারীপুরে মানববন্ধন

নিজম্ব সংবাদাতা, মাদারীপুর ॥ সন্ত্রাসবাদ, নাশকতা ও জঙ্গীবাদ প্রতিরোধে আজ মঙ্গলবার সকাল ১০টায় মাদারীপুর জেলা প্রশাসনের উদ্যোগে মানববন্ধন, র‌্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ কর্মসুচিতে বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। র‌্যালিটি সরকারী নাজিমউদ্দিন কলেজ গেট থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদারীপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, মাদারীপুর পৌর সভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ প্রমুখ। সভায় বক্তরা, সম্প্রতি গুলশানে একটি রেস্টুরেন্টে ও শোলাকিয়ায় জঙ্গী হামলার তীব্র নিন্দা জানান। একই সাথে বাংলাদেশ থেকে জঙ্গীবাদ নির্মূলে সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
×