ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনার নতুন কোচ বিয়েলসা!

প্রকাশিত: ২০:৩৪, ৯ জুলাই ২০১৬

আর্জেন্টিনার নতুন কোচ বিয়েলসা!

অনলাইন ডেস্ক ॥ মাত্র দুদিন আগেই ইতালিয়ান সিরি আ’ ক্লাব লাজিওর দায়িত্ব নিয়েছিলেন আর্জেন্টিনার সাবেক কোচ মার্সেলো বিয়েলসা। তবে দুদিনের মাথায় পদত্যাগ করলেন তিনি। সূত্রের খবর, আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নিতেই ক্লাব লাজিওর কোচের পদ ছাড়লেন বিয়েলসা। এর আগেও আর্জেন্টিনার কোচ ছিলেন বিয়েলসা। ১৯৯৮ সালে আর্জেন্টিনার কোচ হিসেবে নিয়োগ পান তিনি। তার অধীনে ২০০২ বিশ্বকাপে বাতিস্তুতা, জেনেত্তি, আয়ালাদের মতো তারকা খেলোয়াড় নিয়েও প্রথম রাউন্ডের বাধা পেরোতে পারেনি আর্জেন্টিনা। এছাড়া চিলির কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। কোচিং করিয়েছেন অ্যাটলেটিকো বিলবাও ও মার্শেইয়ের মতো ক্লাবকে। এদিকে চুক্তি করার দুদিনের মাথায় চাকরি ছাড়ায় বর্ষীয়ান এই কোচের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ইতালিয়ান সিরি আ’ ক্লাব লাজিও। শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হারের পর জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নেন আর্জেন্টাইন প্রাণভোমরা লিওনেল মেসি। এরপরই আর্জেন্টিনার কোচের পদ থেকে পদত্যাগ করেন জেরার্ডো মার্টিনো। এরপর থেকে শূন্য থাকে আর্জেন্টিনার কোচের পদ।
×