ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাশিয়ায় সন্ত্রাসবিরোধী কঠোর আইন

প্রকাশিত: ১৯:৩০, ৯ জুলাই ২০১৬

রাশিয়ায় সন্ত্রাসবিরোধী কঠোর আইন

অনলাইন ডেস্ক ॥ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ত্রাসবিরোধী একটি কঠোর বিলে সই করেছেন। এর ফলে প্রায় দুই মাস আগে রুশ পার্লামেন্টে উত্থাপিত বিলটি রাশিয়ার আইনে পরিণত হয়েছে। এ আইনে আন্তর্জাতিক সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১০ বছর এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোক আর্থিক সহায়তা দেয়ার দায়ে দোষী সাব্যস্ত হলে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হতে পারে। আইনে সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত হওয়ার বয়সসীমা ১৬ থেকে কমিয়ে ১৪ বছরে নিয়ে আসা হয়েছে। এ ছাড়া, আইনে রুশ নিরাপত্তা বাহিনীর নজরদারির ক্ষমতা বাড়ানো হয়েছে। পাশাপাশি যোগাযোগ ব্যবসায় নিয়োজিত কোম্পানিগুলোকে তাদের ক্রেতাদের ডাটা আদান-প্রদান সম্পর্কিত তথ্য তিন বছর সংরক্ষণ করাকে বাধ্যতামূলক করা হয়েছে। একে আইনটির সবচেয়ে বিতর্কিত ধারা বলে মনে করা হচ্ছে। চলতি বছরের এপ্রিল মাসে রুশ সংসদের নিম্নকক্ষের সদস্যরা এ বিলের খসড়া তৈরি করেছিলেন। বিশ্বের অনেক স্থানে চলমান সন্ত্রাসের প্রতিক্রিয়ায় এ বিল তৈরি করা হয়েছে বলে তারা সে সময় দাবি করেছিলেন। অবশ্য দুমায় বিতর্কের সময় বিলটির কিছু কিছু অংশ বাতিল করে দেয়া হয়।
×