ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শোলাকিয়ায় নিহত হামলাকারীর পরিচয় সনাক্ত

প্রকাশিত: ০১:০৫, ৮ জুলাই ২০১৬

শোলাকিয়ায় নিহত হামলাকারীর পরিচয় সনাক্ত

অনলাইন রিপোর্টার॥ শোলাকিয়া ঈদগাহ ময়দানের বাইরে একটি পুলিশ চেকপয়েন্টে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যে হামলাকারী নিহত হয়েছে তার পরিচয় জানা গেছে। নিহতের পরিচিতদের বেশ কয়েকজন জানিয়েছেন, নিহত ওই হামলাকারীর নাম আবির রহমান। সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। গত আট মাস ধরেই সে নিখোঁজ ছিল। তার বাবার নাম সিরাজুল ইসলাম। আবিরের পরিচিতজনরা গণমাধ্যমে প্রকাশিত ছবি ও প্রচারকৃত ভিডিওতে তার ছবি দেখে তাকে সনাক্ত করেন। এ তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন। আবির ২০১০ সালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল থেকে এ লেভেল পাশ করেন। এরপর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছিলেন তিনি। শোলাকিয়ার ওই হামলায় সাত থেকে আটজন তরুণ অংশগ্রহণ করে যাদের সকলেরই বয়স ২০ এর কোঠায়। এই হামলায় ২ পুলিশ সদস্য নিহত এবং আরো অন্তত ৬ জন আহত হন।
×