ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুই কৃষ্ণাঙ্গ নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রে ব্যাপক বিক্ষোভ

প্রকাশিত: ২০:৪৫, ৮ জুলাই ২০১৬

দুই কৃষ্ণাঙ্গ নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রে ব্যাপক বিক্ষোভ

অনলাইন ডেস্ক॥ মাত্র একদিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে দুজন নিরস্ত্র কৃষ্ণাঙ্গ নিহতের ঘটনায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। প্রথম হত্যাকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়লে পুলিশের বর্ণবাদী আচরণের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। ঠিক এর মধেই দ্বিতীয় হত্যাকাণ্ডটি ঘটে। এ ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির সর্বত্র। গত মঙ্গলবার প্রথম হত্যাকাণ্ডটি ঘটে লুইজিয়ানার ব্যাটন রগ শহরের একটি দোকানের সামনে। ভিডিও ফুটেজে দেখা যায় ৩৭ বছর বয়সী আফ্রিকান আমেরিকান এল্টন স্টারলিংকে গুলি করেন এক পুলিশ কর্মকর্তা। ওই হত্যার ভিডিও ছড়িয়ে পড়লে বিক্ষোভ শুরু করে লুইজিয়ানার অধিবাসীরা। দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলাকালে আরেকটি কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে গত বুধবার দ্বিতীয় হত্যাকাণ্ডটি ঘটে। ভিডিও ফুটেজে দেখা যায়, ফিলান্ডো ক্যাসটাইল নামের এক কৃষ্ণাঙ্গকে গাড়ি থেকে নামিয়ে গুলি করে হত্যা করে পুলিশ। ফিলান্ডোর বান্ধবী গাড়ির ভেতর থেকে ওই দৃশ্যের ভিডিও ধারণ করে ছেড়ে দেন ইন্টারনেটে। তিনি বলেন, "গাড়ি থামানোর পর ফিলান্ডো পকেটে হাত দিয়ে ড্রাইভিং লাইসেন্স বের করতে গেলে গুলি পুলিশ চালায়।"
×