ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শোলাকিয়া বোমা হামলার ঘটনায় এরশাদের নিন্দা

প্রকাশিত: ০০:৫১, ৭ জুলাই ২০১৬

শোলাকিয়া বোমা হামলার ঘটনায় এরশাদের নিন্দা

অনলাইন রিপোর্টার ॥ শোলাকিয়ায় ঈদ জামাতের মাঠের কাছে বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এক বিবৃতিতে তিনি বলেছেন, পবিত্র ঈদের দিন যারা এসব সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারে তারা ইসলামের শত্রু। ইসলামের এইসব অজ্ঞাত শত্রুদের চিহ্নিত করে নির্মূল করতে হবে। এই সব সন্ত্রাসীর বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীতে নিজের কার্যালয়ে দলের নেতা-কর্মী-সমর্থকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে এসে এ প্রসঙ্গে তিনি বলেন এরশাদ। এরশাদ বলেন, আমরা শান্তিপ্রিয় মানুষ, অশান্তি চাই না। হাজার বছর ধরে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান শান্তিপূর্ণভাবে বসবাস করছি। এ ধরনের ঘটনা সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করবে। সংসদের বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির সিয়ির কো চেয়ারম্যান রওশন এরশাদ, কো চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
×