ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার মন্থর করছেন ওবামা

প্রকাশিত: ২৩:১৮, ৭ জুলাই ২০১৬

আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার মন্থর করছেন ওবামা

অনলাইন ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের রাশ টেনে ধরে বলেছেন, যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে তালেবান জঙ্গিদের হুমকি মোকাবেলায় আগামী বছর ৮ হাজার ৪০০ মার্কিন সৈন্য মোতায়েন থাকবে। ২০০৮ সালে নির্বাচিত ওবামা আমেরিকার দীর্ঘমেয়াদী এই যুদ্ধ বন্ধের অঙ্গীকার করেন। বর্তমানে দেশটিতে ৯ হাজার ৮০০ মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে। এর আগে তিনি ২০১৭ সাল নাগাদ সৈন্য সংখ্যা বর্তমান সংখ্যা থেকে হ্রাস করে ৫ হাজার ৫০০ জনে নামিয়ে আনার অঙ্গীকার করেন। তবে তিনি বলেন, তালেবান জঙ্গিদের মোকাবেলা করতে আফগান নিরাপত্তা বাহিনীকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এই পরিস্থিতিতে সৈন্য সংখ্যা হ্রাসের বিষয়টি সমর্থনযোগ্য নয়। ওবামা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আগামী বছরের শেষ দিকে সৈন্য সংখ্যা হ্রাস করে সাড়ে ৫ হাজারে আনার চেয়ে যুক্তরাষ্ট্র আমার প্রশাসনের মেয়াদের শেষ দিকে আনুমানিক ৮ হাজার ৪০০ সৈন্য আফগানিস্তানে মোতায়েন রাখবে।’
×