ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফরাসিদের প্রতিশোধ না জার্মান দাপট?

প্রকাশিত: ২২:১০, ৭ জুলাই ২০১৬

ফরাসিদের প্রতিশোধ না জার্মান দাপট?

অনলাইন ডেস্ক ॥ ইউরোর ফাইনালে কে হচ্ছে পর্তুগালের প্রতিপক্ষ। স্বাগতিক ফ্রান্স না বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি। এর উত্তর জানা যাবে আজ রাতেই। ফ্রান্সের মার্শেইতে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি। স্বাগতিক হওয়ায় দর্শক গ্যালারির প্রায় পুরোটাই থাকবে ফরাসিদের পক্ষে, তবে শক্তিশালী ইতালিকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে আসা জার্মানরাও রয়েছে দুর্দান্ত ছন্দে। ২০১৪ বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে শেষবার দেখা হয়েছিলো দু’দলের। সে লড়াইয়ে ফরাসিদের ১-০ গোলে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের পথে ছুটে জোয়াকিম ল-এর দল। ঘরের মাঠে ফরাসিরা এবার প্রতিশোধ নিতে পারবে নাকি আবারো দেখা যাবে সেই জার্মান দাপট? সেটা দেখতে পাখির চোখ করে আছে ফুটবল দুনিয়া। ইনজুরিতে আজ গোমেজ- স্যামি খেদিরাদের জার্মানি। ফ্রান্সের অবশ্য সেই সমস্যা নেই। দিদিয়ের দেশমের দল মাঠে নামবে পুরো শক্তি নিয়েই। টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরার অ্যান্টোনিও গ্রিজম্যান রয়েছেন সুপারফর্মে।
×